নিজস্ব প্রতিবেদক:- সুনামগঞ্জের জগন্নাথপুরে পারিবারিক কলহের কারণে চম্পা রাণী দাস (২৭) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তিনি জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের উত্তর দাওরাই গ্রামের মৃদুল সরকার এর স্ত্রী। তাদের গ্রামের বাড়ি শাল্লা থানার চানপুর গ্রামে। তারা দীর্ঘদিন ধরে উত্তর দাওরাই গ্রামের যুক্তরাজ্য প্রবাসী দুদু মিয়ার বাড়িতে ভাড়াটে বসবাস করে আসছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ১৬ এপ্রিল শনিবার দিনের বেলা নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে চম্পা রাণী দাস আত্মহত্যা করেন। খবর পেয়ে থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধর ও জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) সুশংকর পাল। এ ঘটনায় আত্মহননকারী চম্পা রাণী দাসের স্বামী শিক্ষক মৃদুল সরকারকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতকে ১৭ এপ্রিল রোববার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই ওবায়েদ উল্লাহ জানান, যৌতুকের দাবিতে বারবার শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছেন গৃহবধূ চম্পা রাণী দাস। এ ঘটনায় গৃহবধূর ভাই নিহার চন্দ্র দাস বাদী হয়ে জগন্নাথপুর থানায় আত্মহত্যায় প্ররোচনা মামলা দায়ের করেছেন।
More News Of This Category