হুমায়ূন কবীর ফরীদি, সিনিয়র নিজস্ব প্রতিবেদক:- জগন্নাথপুরে পলাতক আসামী ইকবাল(৪০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
থানা ও স্থানীয় সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোঃ ওবায়দুল্লাহ’র নেতৃত্বে একদল পুলিশ ৭ ই এপ্রিল দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন এর অন্তর্ভুক্ত গন্ধর্বপুর(চাম্বরপুর) গ্রাম নিবাসী মোঃ তদরিছ আলীর ছেলে মোঃ ইকবাল হোসেন (৪০) কে গ্রেপ্তার করেন।
তাকে ৮ ই এপ্রিল রোজ শুক্রবার সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে পুলিশ এর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিল।
More News Of This Category