নিজস্ব প্রতিবেদক:- জগন্নাথপুর উপজেলার নুলুয়ার হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধ পরিদর্শন করেছেন জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব সৈয়দ তালহা আলম।
বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বৃহৎ হাওর নলুয়ার হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধ ঘুরে দেখেন। হাওর রক্ষা বেড়িবাঁধ পরিদর্শনকালে চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল এর সাথে বেড়িবাঁধ নিয়ে আলোচনা করেন। এবং বেড়িবাঁধ নির্মাণ সংস্কার কাজের সাথে জড়িত কৃষক, পিআইসির দায়িত্বশীলদের সাথে কথা বলেন। বেড়িবাঁধ পরিদর্শনকালে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম এর সঙ্গে কথা বলেন।
সৈয়দ তালহা আলম বলেন, কৃষি নির্ভর জগন্নাথপুরের মানুষ বোরো ফসলের ওপর নির্ভরশীল। সারাবছরের আয় আসে এই বোরো ধান থেকে। বোরোধান ঘরে তোলার প্রাক্কালে হাওরগুলোতে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ কৃষকদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। একজন মানুষ হিসাবে কৃষকদের পাশে দাঁড়াতে মাঠে এসেছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে সর্বাত্বক চেষ্টা করছি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, ভুরাখালি গ্রামে বিশিষ্ট ব্যাক্তি সৈয়দুর রহমান, ফজলুল হক, শামসুল হক, রফিকল ইসলাম, কলকলিয়া ইউনিয়নের কৃষক ইসলাম উদ্দিন, আনোয়ার হোসেন সহ স্থানীয় কৃষক বৃন্দ।
More News Of This Category