,
শিরোনাম
১৬ ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে কলকলিয়ায় “এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমি” কর্তৃক বিভিন্ন কর্মসূচী পালন জগন্নাথপুরে জাতীয় ইমাম সম্মেলন সম্পন্ন হযরত মাওলানা মরহুম এমদাদুর রহমান (রঃ) এর ঈসালে সাওয়াব উপলক্ষে মীলাদ ও দোআ মাহফিল এবং অসহায় গরীবদের মাঝে কাপড়  বিতরণ ইসলামিক ফাউন্ডেশন এর ২০২৩ শিক্ষা বর্ষের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মধ‌্যে পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনকে কেন্দ্র করে জগন্নাথপুরে মামলা দায়ের বাতিল হতে পারে ১৫ আগস্টের সরকারি ছুটি ইন্টারনেট শাটডাউন: তদন্তে বেরিয়ে এলো যাদের নাম শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন ড. ইউনূস আমার মায়ের পদত্যাগের বিষয়ে দেয়া বিবৃতি পুরোপুরি মিথ্যা: জয়

জগন্নাথপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

হুমায়ূন কবীর ফরীদি, সিনিয়র নিজস্ব প্রতিবেদক:- ২৬ শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা পরিষদ, জগন্নাথপুর উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এর আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালী ও বীর মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হওয়ার পাশা-পাশি সম্মাননা প্রদান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

আজ আজ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস। এই দিবসটি উদযাপন উপলক্ষে প্রত্যুষে কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সুচনা হয়। সুর্যোদয় এর সাথে সাথে উপজেলার সকল প্রতিষ্ঠান পতাকা উত্তোলন করা হয়। এবং সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল শ্রেনী পেশার লোকজন এর উপস্থিতিতে একটি র‌্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সকাল সাত ঘটিকার সময় জগন্নাথপুর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও জগন্নাথপুর পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এর পর জগন্নাথপুর উপজেলা পরিষদ, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জগন্নাথপুর পৌর সভা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর, জগন্নাথপুর প্রেসক্লাব, জগন্নাথপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, জগন্নাথপুর প্রেসক্লাব, জগন্নাথপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, জগন্নাথপুর নার্সারি স্কুলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এর নেতৃবন্দ শ্রদ্ধা নিবেদন করেন।

বেলা ১১ ঘটিকার সময় উপজেলা পরিষদ চত্বরে প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী কার্যালয়ের অফিস সহকারী ধীরেন্দ্র সুত্রধর এর পরিচালনায় ” বিজয় থেকে অর্জন ” শীর্ষক বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক মোঃ সাজিদুর রহমান ফারুক, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান, জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হক, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি মোঃ আব্দুল কাইয়ূম মশাহিদ , উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার,প্রেসক্লাব সভাপতি শংকর রায়, জগন্নাথপুর উপজেলা যুবলীগ এর সভাপতি মোঃ কামাল উদ্দিন ও পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না প্রমূখ ।

এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান ও জগন্নাথপুর উপজেলার বিভিন্ন অফিস এর কর্মকর্তা বৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
সমাবেশের শুরুতে রজনী গন্ধা ফুল দিয়ে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের বরন করেন অনুষ্ঠান এর অতিথি বৃন্দ। এবং পরিশেষে তাঁদেরকে সম্মাননা প্রদান করা হয়েছে।
এছাড়াও উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষক, শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানের শহীদ মিনারে এবং ইউনিয়ন পরিষদ ভবন প্রাঙ্গণে চেয়ারম্যান – মেম্বার সহ সংশ্লিষ্টরা পুষ্পস্তবক অর্পণ করেছেন।
এছাড়াও বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

     More News Of This Category

ফেসবুকে আমরা

 

 

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৫:১১
  • দুপুর ১১:৫৯
  • বিকাল ৩:৪০
  • সন্ধ্যা ৫:১৯
  • রাত ৬:৩৮
  • ভোর ৬:৩৬