নিজস্ব প্রতিনিধি:- সিলেট গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নের বানিগাজী গ্রাম থেকে ইয়াবা সহ তিন যুবককে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।ঘটনাটি ঘটেছে ২৫ মার্চ (শুক্রবার) ভোর রাতে।
পুলিশ সূত্রে জানা যায়, এসময় তাদের কাছ থেকে ১৩পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এছাড়া তাদের নিকট আরোও ইয়াবা
ছিল, যা তারা কৌশলে অন্যত্র ফেলে দেয় বলে জানা যায়।
আনুমানিক রাত ৩ টার সময় এস.আই পার্থ সারথী দাসের নেতৃত্বে ওই ৩ যুবককে আটক করে থানায় নিয়ে আসা হয়। এসময় সাথে ছিলেন এ.এস.আই শাহী্নুল ইসলাম, পুলিশ সদস্য মুর্শালিন, শায়হান, আনোয়ার হোসেন বাবলু ও আলী আহসান।
আটককৃতরা হলেন, উপজেলার বানিগাজী গ্রামের হাজী মোঃ ফারুক উদ্দিনের পুত্র আতাউল কবির রুমন (২৩), চন্দরপুর গ্রামের মরহুম জিলাল উদ্দিনের পুত্র মোহাম্মদ আলী কাজল, বিয়ানীবাজার তিলপাড়া ইউনিয়নের সদরপুর নালগ্রামের মরহুম পংকি মিয়ার পুত্র সাইদুর রহমান (২৭)। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এস.আই পার্থ সারথী দাস।
More News Of This Category