হুমায়ূন কবীর ফরীদি, সিনিয়র নিজস্ব প্রতিবেদক:- জগন্নাথপুরে সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে রাতের আধাঁরে মোবাইল চুরির অপরাধে শিলু (৩০) নামক এক পেশাদার মোবাইল ও গরু চোরকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছেন জনতা।
ঘটনার বিবরণে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাধীন ১নং কলকলিয়া ইউনিয়নের অন্তর্ভুক্ত ১ নং ওয়ার্ডের নোয়াগাঁও গ্রাম নিবাসী মৃত মোঃ ছাদুল মিয়ার ছেলে পেশাদার মোবাইল চোর শিলু মিয়া (৩০) ১১ ই মার্চ রোজ শুক্রবার দিবাগত রাত প্রায় দুই ঘটিকার সময় উপজেলার সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের নির্মানাধীন নতুন বিল্ডিংয়ে কর্মরত নির্মান শ্রমিকদের শয়ন কক্ষে মোমবালই চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। এসময় কয়েকজন নির্মান শ্রমিক বাহিরে থেকে সব দেখতে পায়। বাহিরে তাদের উপস্থিতি টের পেয়ে মোবাইল চুর নির্মানাধীন নতুন বিল্ডিংয়ের পশ্চিম দিকে আত্মগোপন করে বসে থাকে। পরে নির্মান শ্রমিকরা নতুন বিল্ডিংয়ের চারপাশ ঘেরাও করে নতুন বিল্ডিংয়ের পশ্চিম দিক থেকে আত্মগোপনকারী মোবাইল চুর শিলু মিয়া(৩০) কে আটক করেন। পরে এই নির্মান শ্রমিকরা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও প্রাধান শিক্ষককে অবহিত করলে তারা কলকলিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য আজিজুল হককে অবহিত করে বিদ্যালয়ের এম এল এস এস (দপ্তরী) শাহ জাহান মিয়ার দায়িত্বে বিদ্যালয়ের একটি কক্ষে চুরকে আটকে রাখেন।
এ ব্যাপারে পেশাদার মোবাইল চুর শিলু মিয়া বলে, প্রায় ২০ বছর যাবত মোবাইল ও গরু চুরির পেশায় জড়িত রয়েছি । মোবাইল ফোন চুরি করে বিক্রির মাধ্যমে মাদক সেবনের টাকা সংগ্রহ করি। ইতি পূর্বে সে ছাতকের ভাতগাঁও গ্রাম থেকে ২ টি মোবাইল ও শান্তিগঞ্জ উপজেলার আমরিয়া গ্রাম থেকে ১টি মোবাইল ফোন এছাড়াও জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন গ্রাম থেকে এপর্যন্ত ২০/২৫ টি মোবাইল ফোন চুরি করার কথা স্বীকার করে।
এ বিষয়ে কলকলিয়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য কামরুজ্জামান বলেন, শিলু মিয়া(৩০) কিছুদিন আগে তার নিজ এলাকা কামারখাল গ্রামের যুবরাজ মিয়ার গরু ঘর থেকে হালের বলদ নিয়ে যাওয়ার সময় ধরা পরে। সে একজন পেশাদার চুর। বিভিন্ন এলাকায় মোবাইল চুরির ঘটনায় একাধিকবার ধরাও পরেছে।
চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সুহেল আহমদ তালুকদার জানান, চুরকে রাতে আটক রাখার পর আজ ১২ই মার্চ রোজ শনিবার বেলা ১ঘটিকার সময় জগন্নাথপুর থানা পুলিশের নিকট হস্তানতর করা হয়েছে।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এএসআই ফখরুদ্দিন বলেন, আটককৃত মোবাইল চুরকে থানায় আছে। তার বিরুদ্ধে জগন্নাথপুর থানায় পুলিশ এসলট মামলা (জি আর ১৩/১৬ ইং) চলমান আছে।
More News Of This Category