বিশেষ প্রতিনিধি:- সুনামগঞ্জ সরকারি কলেজের ১৯৯৪ সালের একাদশ শ্রেণির শিক্ষার্থী নবনির্বাচিত তিনজন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও দুইজন যুক্তরাজ্যপ্রবাসীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ‘সুনামগঞ্জ সরকারি কলেজ ক্লাব-৯৪’ এর পক্ষ থেকে এই সংবর্ধনা দেওয়া হয়। শনিবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের একটি রেস্তোরায় এই সংবর্ধনা অনুষ্ঠান হয়।
সংবর্ধিত ব্যক্তিরা হলেন জেলার শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান ও দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউপি চেয়ারম্যান মো. আবুল হোসেন, যুক্তরাজ্য প্রবাসী সাব্বির আলম ও ইকবাল হোসেন।
আয়োজক সংগঠনের সভাপতি আমানুল হক রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সদস্য মাসুদ আহমদ, শামসুজ্জামান, নজরুল ইসলাম, আশরাফ আলী।