,
শিরোনাম
জগন্নাথপুরে জাতীয় ইমাম সম্মেলন সম্পন্ন হযরত মাওলানা মরহুম এমদাদুর রহমান (রঃ) এর ঈসালে সাওয়াব উপলক্ষে মীলাদ ও দোআ মাহফিল এবং অসহায় গরীবদের মাঝে কাপড়  বিতরণ ইসলামিক ফাউন্ডেশন এর ২০২৩ শিক্ষা বর্ষের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মধ‌্যে পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনকে কেন্দ্র করে জগন্নাথপুরে মামলা দায়ের বাতিল হতে পারে ১৫ আগস্টের সরকারি ছুটি ইন্টারনেট শাটডাউন: তদন্তে বেরিয়ে এলো যাদের নাম শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন ড. ইউনূস আমার মায়ের পদত্যাগের বিষয়ে দেয়া বিবৃতি পুরোপুরি মিথ্যা: জয় চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলসহ উপদেষ্টা পরিষদের ৮ সিদ্ধান্ত

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে আটকা পড়েছে দুই বাংলাদেশি জাহাজ

দৃক নিউজ২৪, ডেস্ক:- রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধের কারণে আটকা পড়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) দুটি জাহাজ। জাহাজ দুটি হচ্ছে এম টি বাংলার অগ্রদূত এবং এম ভি বাংলার সমৃদ্ধি। এর মধ্যে এম ভি বাংলার সমৃদ্ধি ইউক্রেনের অলিভিয়া বন্দরে আটকা পড়ার খবর নিশ্চিত হওয়া গেছে।

তবে এম টি বাংলার অগ্রদূত রাশিয়া নাকি ইউক্রেনের বন্দরে আটকা পড়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। জাহাজ দুটিতে অর্ধশতাধিক নাবিক রয়েছেন বলে বিএসসি সূত্র জানায়। তারা সেখানে বেশ আতঙ্কিত অবস্থায় রয়েছেন বলে জানা গেছে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বিএসসির ঊর্ধ্বতন এক কর্মকর্তা জাগো নিউজকে বলেন, ‘ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর দুটি জাহাজ আটকা পড়েছে। এর মধ্যে একটি ইউক্রেনের বন্দরে এবং আরেকটির অবস্থান নিশ্চিত হওয়া যায়নি। জাহাজ দুটিতে থাকা নাবিকদের সঙ্গে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে। তারা নিরাপদে রয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি তদারকি করছেন।’

মুঠোফোনে কল করা হলে এম ভি বাংলার সমৃদ্ধি জাহাজে থাকা নাবিক ওমর ফারুক তুহিন বলেন, ‘আমাদের জাহাজটি অলিভিয়া বন্দরে আটকা পড়েছে। আমরা এখানে ২৩ ফেব্রুয়ারি থেকে আটকা পড়েছি। জাহাজে ২৯ জনের মতো নাবিক আছেন। তারা সবাই বেশ আতঙ্কিত অবস্থায় রয়েছেন।’

জানা গেছে, চীনে তৈরি ‘এম ভি বাংলার সমৃদ্ধি’ জাহাজ ২০১৮ সালের ১০ অক্টোবর বিএসসির বহরে যুক্ত হয়। এছাড়া ভোজ্যতেলবাহী জাহাজ ‘এমটি বাংলার অগ্রদূত’ ২০১৯ সালের ১ মার্চ বিএসসি বহরে যুক্ত হয়। চীনে তৈরি জাহাজটির ধারণক্ষমতা প্রায় ৩৯ হাজার ডেট ওয়েট টন।

কয়েকদিন ধরেই ইউক্রেনে সংঘাত চলছে। গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে ইউক্রেনে হামলা চালায় রুশ সেনারা। রাশিয়ার হামলায় ইউক্রেনে কমপক্ষে ২৪০ বেসামরিক হতাহতের খবর পাওয়া গেছে। সহিংসতা বাড়তে থাকায় ইউক্রেন ছেড়ে ইউরোপের দেশগুলোতে প্রবেশের চেষ্টা করছে লাখ লাখ শরণার্থী।

     More News Of This Category

ফেসবুকে আমরা

 

 

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৫:০২
  • দুপুর ১১:৪৭
  • বিকাল ৩:৩৬
  • সন্ধ্যা ৫:১৫
  • রাত ৬:৩১
  • ভোর ৬:১৬