সিনিয়র নিজস্ব প্রতিবেদক:- জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী জ্যোৎস্না(৩৫) কে হত্যাকারী জিতেশ, অনজিৎ ও অসিত এর আবারো ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আদালত সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর এর প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্না(৩৫) কে ধর্ষণ এর পর ছয় টুকরো করার ঘটনায় আটককৃত আসামাী অভি মেডিকেল হল এর মালিক জিতেশ চন্দ্র গোপ, মুদি দোকানদার অনজিৎ গোপ ও অরুপ ফার্মেসীর মালিক অসিত গোপের আবারো ৩ দিনের রিমান্ড আজ ২৭ শে ফেব্রুয়ারী রোজ রবিবার দুপুরে মঞ্জুর করেছেন জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রট ইশরাত জাহান।
এবিষয়ের সত্যতা নিশ্চিত করে জেলা ও দায়রা জজ আদালত এর পিপি অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন জানান,
এই তিন আসামীকে আদালতে হাজির করে প্রত্যেকের ৮ দিন করে রিমান্ড প্রার্থনা করেন
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ( সিআইডি) পরিদর্শক লিটন দেওয়ান বলেন, শুনানী শেষে জিজ্ঞাসাবাদের জন্য আরও ৩ দিন করে প্রত্যেক এর রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড মঞ্জুর হওয়ার পর তিন আসামীকে সিআইডি তাদের হেফাজতে নিয়েছে।
এর আগে বিগত ২০ শে ফেব্রুয়ারী জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুর রহিম এই তিন আসামীর ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ সুত্র জানায়, বিগত ১৬ ই ফেব্রুয়ারী রোজ বুধবার দিবাগত রাতে জগন্নাথপুর উপজেলার নারিকেলতলা গ্রাম নিবাসী সৌদি আরব প্রবাসী মোঃ ছুরুক মিয়ার স্ত্রী জগন্নাথপুর পৌর পয়েন্ট এলাকায় নিজ বাসায় বসবাসরত শাহনাজ পারভীন জ্যোৎস্না(৩৫) কে পৌর পয়েন্টস্থ অভি মেডিকেল হলে কৌশলে ঘুমের ঔষধ খাওয়ানোর পর গভীর রাতে ফার্মেসীর ভিতর তাকে ধর্ষণ করে এই আসামীরা। ধর্ষণের বিষয়টি প্রকাশ করার কথা বলায় শ্বাসরোধে জ্যোৎস্নাকে হত্যা করে মরদেহ ছয় টুকরো করা হয়। পরে মরদেহ গুমরেও পরিকল্পনা করেন ধর্ষনকারীরা। রাজধানী শহর ঢাকা ও সুনামগঞ্জে অভিযান পরিচালনা করে ১৮ ই ফেব্রুয়ারী জ্যোৎস্না হত্যার মূল তিন আসামীকে গ্রেপ্তার এর পর এসব তথ্য জানতে পারে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ( সিআইডি)।
More News Of This Category