হুমায়ূন কবীর ফরীদি, সিনিয়র নিজস্ব প্রতিবেদক:- জগন্নাথপুর এর গন্ধর্বপুর হতে নিখোঁজ কিশোরী কিশোরী শুক্লা (১৭) কে শ্রীমঙ্গল থেকে উদ্ধার করার পাশা-পাশি জাকির(২২) ও কামাল (৩৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।গ্রেপ্তারকৃত জেল হাজতে প্রেরন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন এর অন্তর্ভুক্ত গন্ধর্বপুর গ্রাম নিবাসী ধিরাজ বিশ্বাস এর কিশোরী মেয়ে শুক্লা বিশ্বাস (১৭) বিগত ১৮ ই ফেব্রুয়ারী দিবাগত রাত প্রায় ৮ ঘটিকার সময় বসত ঘর এর পার্শ্ববর্তী বাথরুমে যাওয়ার কথা বলে গৃহ থেকে বের হয়। অনেক সময় অতিবাহিত হওয়ার পরও সে গৃহে না ফিরায় পরিবার এর লোকজন তাকে খুঁজতে বের হন। অনেক খোঁজাখুঁজির পর শুক্লাকে না পেয়ে তার বাবা ধিরাজ বিশ্বাস মেয়েকে ফিরে পেতে জগন্নাথপুর থানায় সাধারণ ডায়েরি রুজু করেন। এরই পরিপেক্ষিতে জগন্নাথপুর থানা পুলিশ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অত্র থানার এসআই মোঃ ওবায়েদ উল্লাহর নেতৃত্বে একদল পুলিশ ২৪ শে ফেব্রুয়ারী দিবাগত রাতে বিশেষ অভিযান করে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সুনইগড় ( জালালিয়া সড়ক রোড) গ্রাম থেকে নিখোঁজ কিশোরী শুক্লা বিশ্বাস (১৭) কে উদ্ধার করার পাশা-পাশি জগন্নাথপুর উপজেলার বাগময়না গ্রাম নিবাসী গয়াছ মিয়ার ছেলে মোঃ জাকির হোসেন (২২) ও শ্রীমঙ্গল উপজেলার সুইনগড়( জালালিয়া সড়ক রোড) নিবাসী মোঃ মোখলেছ মিয়ার ছেলে মোঃ কামাল হোসেন (৩৫) কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীদের ২৫ শে ফেব্রুয়ারী রোজ শুক্রবার সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে জগন্নাথপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে ( মামলা নং-১২/৯, তারিখঃ- ২৫/০২/২০২২ ইং, ধারা-৭/৩০, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ২০০৩।
জগন্নাথপুর থানার এসআই মোঃ জিন্নাতুল ইসলাম গ্রেপ্তার ও উদ্ধার এর সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ কিশোরী শুক্লা (১৭)কে শ্রীমঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে এবং এঘটনায় জড়িত জাকির(২২) ও কামাল(৩৫) কে গ্রেপ্তার করে ২৫ শে ফেব্রুয়ারী রোজ শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।
More News Of This Category