নিজস্ব প্রতিবেদক:- সুনামগঞ্জের জগন্নাথপুরে ৬দিন ধরে এক তরুণী নিখোঁজ রয়েছে বলে থানায় অভিযোগ করেছেন পরিবারের লোকজন ।
এ ঘটনায় নিখোঁজ তরুণীর বাবা মঙ্গলবার জগন্নাথপুর থানায় সাধারণ ডায়েরি করেন। তরুণীর পরিবার ও থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরি থেকে জানা গেছে, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধবপুর গ্রামের ধিরাজ বিশ্বাসের মেয়ে শুক্লা বিশ্বাস (১৭)
গত ১৮ ফেব্রুয়ারি রাত আটটায় ঘরের পাশে বাথরুমে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়। অনেক সময় পর ঘরে না ফেরায় পরিবারের লোকজন খুঁজতে বের হন। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে মঙ্গলবার জগন্নাথপুর থানায় সাধারণ ডায়েরি দায়ের করেন।
নিখোঁজ তরুণীর বাবা ধিরাজ বিশ্বাস বলেন, বুধবার রাতে একই এলাকার জাকির মিয়ার বাবা গয়াছ মিয়া আমাদের বাসায় এসে বলেন তার ছেলে জাকির মিয়া আমার মেয়ে কে বিয়ে করতে চায়। আমরা যাতে আমাদের মেয়ে কে সাবধানে রাখি।শুক্রবার রাত আটটা থেকে মেয়ে কে খুঁজে না পেয়ে জাকিরের বাবার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন তার ছেলে বাড়িতে আছে। আমার মেয়ে কোথায় আছে জানেন না। তিনি বলেন আমি আমার মেয়ে কে ফিরে পেতে পুলিশের শরণাপন্ন হয়েছি।
জগন্নাথপুর থানার উপ পরিদর্শক ওবায়দুর রহমান জানান, নিখোঁজ তরুণীর বাবার সাধারণ ডায়েরির সূত্র ধরে ঘটনাস্হল পরিদর্শন করেছি।আমরা তরুণী সন্ধানে কাজ করছি।
More News Of This Category