নিজস্ব প্রতিবেদক:- জগন্নাথপুর থেকে সরাসরি ঢাকায় যাত্রীবাহী বাস চলাচল জমজমাট হয়ে উঠেছে। গত প্রায় এক মাস ধরে সুনামগঞ্জ থেকে জগন্নাথপুর হয়ে ঢাকায় চলাচলকারী যাত্রীবাহী যানবাহনের সংখ্যা বেড়েই চলছে। এর মধ্যে আনুষ্ঠানিক ভাবে উন্নতমানের সার্ভিস সেবা প্রদানের অঙ্গিকার ও দ্রুতগতি নয়, নিরাপদ ভ্রমনের প্রতিশ্রুতি নিয়ে “লিমন পরিবহন” এর যাত্রা শুরু হয়েছে।
২২ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় রাণীগঞ্জ রোডে অবস্থিত হুমায়রা কমপ্লেক্সে লিমন পরিবহনের জগন্নাথপুর অফিস উদ্বোধন উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। যার আরেকটি অফিস রয়েছে পৌর পয়েন্টের আল আরাফাহ মার্কেটে। এতে দোয়া পরিচালনা করেন মুফতি মাওলানা গিয়াস উদ্দিন। ফিতা কেটে উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা কৃষক লীগের সভাপতি ও জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা শ্রমিক লীগের আহবায়ক নুরুল হক। লিমন পরিবহনের জগন্নাথপুর অফিস পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক হাজী আবদুল জব্বার, উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব ও জগন্নাথপুর বাজার সেক্রেটারি জাহির উদ্দিন এবং সাবেক পৌর কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন মুন্না।
এ সময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, শিক্ষক রাসেল তালুকদার, ফরিদুল হক সবুজ, লিমন পরিবহনের পরিচালকদের মধ্যে আরো রয়েছেন সৈয়দ জয়তুন মিয়া, বশির আহমদ, সৈয়দ সৈয়দ আলী, আলী আছগর, গিয়াস উদ্দিন ইদন, বাবুল দাস, ফুয়াদ আহমদ প্রমূখ।
More News Of This Category