নিজস্ব প্রতিবেদক:- জগন্নাথপুরে ফার্মেসি থেকে শাহনাজ পারভীন (৩৪) নামে এক গৃহবধূকে ধর্ষণ ও ছয় টুকরো করার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অপরাধীদের ফাঁসির শাস্তি দাবি করে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট স্মারকলিপি দিয়েছে সুনামগঞ্জ মহিলা পরিষদ।
দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ও পুলিশ সুপারের কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে বলা হয়, সম্প্রতি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌর শহরের গৃহবধু শাহনাজ পারভিন জ্যোৎস্না (৩৬) কে গণধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে। গত ১৬ ফেব্রুয়ারি বিকেলে জ্যোৎস্না জগন্নাথপুরে একটি ফার্মেসী থেকে ওষুধ কিনতে যান। ফার্মেসির মালিক জিতেশ চন্দ্র গোপ কৌশলে সময়ক্ষেপণ করতে থাকে এবং গভীর রাত হলে জ্যোৎস্নাকে ঘুমের ওষুধ খাইয়ে জিতেশ তার সহযোগী দের নিয়ে সংঘবদ্ধভাবে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের ঘটনা প্রকাশের ভয়ে জ্যোৎস্নাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ টুকরো করে। এই নৃশংস হত্যাকান্ডের ঘটনায় বাংলাদেশ মহিলা পরিষদ গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশ মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছে।
স্মারকলিপি প্রদানকালে জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচায্যর্ ও সাধারণ সম্পাদক সম্পা আশ্রাফি, লিগ্যাল এইড সম্পাদক রাশিদা বেগম, প্রোগ্রাম এক্সিকিউটিভ তৃণা দেসহ সংগঠকরা উপস্থিত ছিলেন।
More News Of This Category