হুমায়ুন কবীর ফরিদী, সিনিয়র নিজস্ব প্রতিবেদক:- জগন্নাথপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মানবিক সেচ্ছাসেবী সংগঠন সেইফটি সোশ্যাল অর্গানাইজেশন এর উদ্যোগে রক্তদান কর্মসূচি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বাণী নয়, কর্মে করবো মানবতার জয়, এই শ্লোগান কে সামনে রেখে ২১ ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শাহপরাণ মডেল হাইস্কুল এর আয়োজনে ১৯৫ জন এবং ইউনিটি ব্লাড সোসাইটি এর আয়োজনে ১৫৫ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ জানিয়ে দেওয়া হয় এবং স্বেচ্ছায় রক্তদানে উৎসাহী মুলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত এই ক্যাম্পেইনে অংশ গ্রহণ করে অনেকেই পরবর্তীতে স্বেচ্ছায় রক্তদানের আগ্রহ প্রকাশ করেছেন। বিপদগ্রস্ত মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজনে মানবতার ফেরিওয়ালা হিসেবে সেচ্ছায় রক্ত দিতে এগিয়ে আসেন এসকল সেচ্ছাসেবী। সংগঠনের সদস্য মুহিবুর রাহমান সোয়েব বলেন, রক্তের সমস্যা সমাধান ও মানুষ কে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করার লক্ষে সেচ্ছায় রক্তদান কর্মসূচী ক্যাম্পেইন এর আয়োজন করা।
তিনি আরো বলেন, সংগঠন রক্ত তৈরি করেনা , মুমূর্ষু রোগীর জন্য রক্তের প্রয়োজন হলে একজন মানুষের শরীর থেকেই রক্ত দিতে হয়, তাই আমাদের সবার উচিত নিজের রক্তের গ্রুপ জানা ও মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজনে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসা।
এই সময় উপস্থিত ছিলেন সেইফটি সোশ্যাল অর্গানাইজেশন সদস্য রবিউল ইসলাম রবি, কে আরিয়ান আলিম, এইচ ফাহিম, আল-আমিন, মনজুর আমিন প্রমুখ।
জামাল/এস/এস
More News Of This Category