নিজস্ব প্রতিবেদক:- যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালন করেছে ইসলামিক ফাউন্ডেশন জগন্নাথপুর। দিবসটি উপলক্ষ্যে সোমবার ২১ ফেব্রুয়ারি ২০২২ জগন্নাথপুর উপজেলা মিলায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাজেদুল ইসলাম এর সভাপতিত্বে ও মডেল কেয়ারটেকার হাফিজ মুহিবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যন আলহাজ্ব আতাউর রহমান।
সভায় বিশেষ অতিতির বক্তব্য রাখেন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন বিজন কুমার দেব, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী রেজাউল করিম রিজু, ইসলামিক ফাউন্ডেশন জগন্নাথপুর উপজেলার নয়াবন্দর সাধারণ রিসোর্স সেন্টারের কেয়ারটেকার মোহাম্মদ আব্দুল হক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রানিগঞ্জ সাধারন রিসোর্স সেন্টারের কেয়ারটেকার মোঃ শিশু মিয়া, মউশিক শিক্ষক সমিতির সভাপতি মাও: ফজলুল করিম, মোঃ জামাল হোসাইন সহ শিক্ষকবৃন্দ।
More News Of This Category