হুমায়ূন কবীর ফরীদি, সিনিয়র নিজস্ব প্রতিবেদক:- জগন্নাথপুরে ঢাকাগামী” কর্ণফুলী এক্সপ্রেস” বাস থেকে ৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার সহ ফুল মিয়া (৩৮) নামক এক জনকে আটক করেছে থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও থানা সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোঃ জিন্নাতুন ইসলাম, এসআই মোঃ জিয়া উদ্দিন, এসআই মোঃ শহিদুল ইসলাম ও এসআই মোঃ মহিবুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স পুলিশ কনস্টেবল রফিকুল ইসলাম, শিপু আহমদ এবং শাহান মিয়া ৪ ঠা ফেব্রুয়ারী দিবাগত রাত প্রায় ১১ ঘটিকার সময় বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর পৌর শহরস্থ হবিবনগর এলাকায় জনৈক মিয়ার দোকান এর সামনে জগন্নাথপুর -রানীগঞ্জ সড়কের পাকা রাস্তার উপর থেকে সুনামগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী ” কর্ণফুলী এক্সপ্রেস ” বাসে( ঢাকা মেট্রো-ব-১৫-৬৮-৫৩) তল্লাশী চালিয়ে ৫৪ বোতল অবৈধ ভারতীয় মদ উদ্ধার সহ অত্র বাস এর সুপারভাইজার সুনামগঞ্জ সদর থানাধীন ইকবালনগর গ্রাম নিবাসী মৃত মোঃ হাসমত আলীর ছেলে মোঃ ফুল মিয়া (৩৮)কে গ্রেপ্তার করেছেন। এবিষয়ে জগন্নাথপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে জব্দকৃত ভারতীয় মদ এর প্রকৃত মালিকসহ জড়িত অন্যান্য আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই মোঃ জিন্নাতুন ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস বাস তল্লাশী করে আমদানি নিষিদ্ধকৃত ভারতীয় ৫৪ বোতল মদ উদ্ধার সহ বাসের সুপারভাইজার ফুল মিয়া(২৮)কে গ্রেপ্তার করা হয়েছে। তার দেওয়া তথ্যমতে জব্দকৃত মালের প্রকৃত মালিক সহ অন্যান্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
More News Of This Category