নিজস্ব প্রতিবেদক:- কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট এসোসিয়েশন (KUDA) এর কার্যকরী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ কর্যকরি পরিষদের সকল সদস্যদের অভিনন্দন জানিয়েছে কলকলিয়া ইউনিয়নের সামাজিক সংগঠন “বালিকান্দি ছাত্র ও সমাজ কল্যাণ পরিষদ (BSSWC)।
বাকিলান্দি ছাত্র ও সমাজ কল্যাণ পরিষদের অভিনন্দন বার্তায় বলা হয়, কলকলিয়া ইউনিয়নের উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্মিত করতে দেশ এবং প্রবাসে অবস্থানরত এক ঝাক সৎ মেধাবী ও মানবীক মুল্যবোধশীল মানুষদের তৈরী কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট (KUDA) এর কার্যনির্বাহী কমিটির সভাপতি খাশিলা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী ড. সানাওয়ার ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক পাড়ার গা্ঁও গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী তৌফিকুল আম্বিয়া টিপু, সাংগঠনিক সম্পাদক পাড়ার গা্ঁও গ্রামের সাউথ আফ্রিকা প্রবাসী জনাব বাতির মিয়া, ট্রেজারার শ্রীধর পাশা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী জনাব আলহাজ্ব হাবিব কোরেশী সহ সংগঠনের সকল সদস্যবৃন্দকে (BSSWC) পরিষদের নেতৃবৃন্দের পক্ষথেকে অভিনন্দন ও শুভেচ্ছা।
বিবৃতিতে বলা হয়, করোনা ভাইরাসের মহামারিতে পুরো পৃথিবী একপ্রকার থমকে যাওয়ার মুহূর্তে (KUDA) প্রতিষ্ঠা সময়ের দাবী ছিল। (KUDA) সংগঠক ও সদস্যদের ধন্যবাদ জানাচ্ছে (BSSWC)। আমরা আশা করি ইউনিয়নের পিছিয়ে পড়া জনপদকে উন্নয়নের রোল মডেল হিসাবে কাজ করবে এই সংগঠন। শিক্ষাকে প্রাধান্য দিয়ে সাম্য, মৈত্রী ও প্রগতি এ চারটি মূলনীতিকে ভিত্তি করে সামাজিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে মনে করি আমরা। সেই প্রত্যাশায়ই যেন প্রাপ্তী ঘটে। শুভ কামনা সবার জন্য।
প্রেস বিজ্ঞপ্তি
More News Of This Category