হুমায়ূন কবীর ফরীদি, সিনিয়র নিজস্ব প্রতিবেদকঃ
নানা কর্মসূচীর মধ্য দিয়ে জগন্নাথপুরে প্রয়াত জাতীয় নেতা আলহাজ্ব আব্দুস সামাদ আজাদ এর জন্ম শতবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক, বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী হাওর কন্যা খ্যাত জ্ঞানী- গুনি জনের উর্বর ভূমি প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর এর কৃতি সন্তান প্রয়াত আলহাজ্ব আব্দুস সামাদ আজাদ এর জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে আব্দুস সামাদ আজাদ স্মৃতি সংসদ এর আয়োজনে ১৫ ই জানুয়ারী রোজ শনিবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলা সদরস্থ আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়াম প্রাঙ্গণে আব্দুস সামাদ আজাদ এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার পাশা-পাশি দলীয় কার্যালয়ে চিলাউড়া হলদিপুর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ এর সাবেক সভাপতি আব্দুস সামাদ আজাদ স্মৃতি সংসদ এর উপদেষ্টা হারুন রশীদ এর সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক জয়দীপ সুত্র ধর বীরেন্দ্র এর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন মাষ্টার, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ লুৎফুর রহমান, উপজেলা আওয়ামী লীগ এর সদস্য ও সাবেক পৌর মেয়র মোঃ মিজানুর রশীদ ভূঁইয়া, জগন্নাথপুর উপজেলা পরিষদ এর সাবেক ভাইস চেয়ারম্যান মোক্তাদির আহমদ মুক্তা, চিলাউড়া- হলদিপুর ইউনিয়ন পরিষদ এর নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম বকুল, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগ এর সভাপতি ও আব্দুস সামাদ আজাদ স্মৃতি সংসদ এর আহবায়ক ডাঃ আব্দুল আহাদ, উপজেলা আওয়ামী লীগ এর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ মুজিবুর রহমান মুজিব, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মোঃ নূরুল হক, উপজেলা আওয়ামী লীগ এর সদস্য আফু মিয়া,আওয়ামী লীগ এর সাবেক উপদেষ্টা অনিল চন্দ্র দাস মেম্বার, জগন্নাথপুর পৌর সভার সাবেক প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি মোঃ কামাল উদ্দিন, জগন্নাথপুর উপজেলা যুবলীগ এর সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব ও জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাহির উদ্দিন, উপজেলা যুবলীগ এর সহ-সভাপতি বিভাষ দে,আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য রনধীর কান্তি দাস নান্টু, আওয়ামী লীগ নেতা জামাল হোসেন, আওয়ামী লীগ নেতা শাহজামাল, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি মোঃ ছালিক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগ নেতা রমজান আলী ছানা, সেলিম মিয়া, রাজিব চৌধুরী বাবু,তাজ উদ্দিন তাজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা জহুর মিয়া, মোঃ রনি মিয়া, সোয়েব আহমদ ও রাজু মিয়া প্রমূখ।
সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন, আমাদের জগন্নাথপুরে সামাদ আজাদ জন্ম গ্রহণ করে আমাদের গৌরাম্বিত করেছেন। যাহা জাতীয় ও আন্তর্জাতিক ভাবে সামাদৃত। যদিও এখন তাঁর হাতধরে রাজনীতিতে আসা অনেক সুবিধাবাদী নেতারা উনাকে ভূলে গেছেন। কিন্তু প্রকৃত সামাদ প্রেমীরা আমৃত্যু সামাদ আজাদকে হৃদয়ে লালন করবে। আমরা চেষ্টা করব তাঁহার জন্ম শতবর্ষে করোনা পরিস্থিতি শিতিল হলে আগামীতে বৃহৎ আকারে স্মৃতিচারণ মূলক স্মরণ সভা করব।
এসময় সামাদ প্রেমী আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এর নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
পরিশেষে উপস্থিত নেতাকর্মীরা একে অপরকে মিষ্টিমুখ করিয়েছেন।
এদিকে পরিবারবর্গের আয়োজনে প্রয়াত জাতীয় নেতা আলহাজ্ব আব্দুস সামাদ আজাদ এর জন্ম শতবার্ষিকী উপলক্ষে তাঁর জন্ম ভূমি জগন্নাথপুর উপজেলার গ্রামের বাড়ীতে দোয়া ও মিলাদ মাহফিল সহ শিরনী বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।