লন্ডন থেকে বিশেষ প্রতিনিধি:- বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লন্ডনে যাত্রা বিরতিকে প্রতিহত করতে বিএনপির শত শত নেতাকর্মী ও যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ বিক্ষোভ ও কালো পতাকা প্রদশর্ন করে।
গত ৩রা অক্টোবর মঙ্গলবার শেখ হাসিনা সেন্ট্রাল লন্ডনের দ্য স্যভয় হোটেলে পৌছার আগে থেকেই সেখানে বিএনপির নেতাকর্মীগণ অবস্থান নিয়ে হাতে কালো পতাকা ও মাথায় কালো কাপড় বেঁধে বিক্ষোভ-শ্লোগানে উত্তাল করে তুলে হোটেলের সামনের রাস্তাগুলো।
বাংলাদেশে অব্যাহত মানবাধিকার লঙ্ঘন, বিচারব্যবস্থায় সরকারের নগ্ন হস্তক্ষেপ, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, বিরোধীদলীয় নেতাকর্মীদের গুম, হত্যা, নিপীড়ন- নির্যাতন, বিচারবহির্ভূত হত্যাকান্ডের বিরুদ্ধে যুক্তরাজ্য বিএনপি এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। প্রতিবাদকারীরা হাসিনার পতন ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করে স্লোগান দিতে থাকেন।
যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ এর পরিচালনায় অনুস্টিত বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি আবুল কালাম, উপদেষ্টা আলহাজ্ব তৈমুছ আলী, সহ-সভাপতি গোলাম রাব্বানী সোহেল, যুগ্ম-সম্পাদক সহিদুল ইসলাম মামুন, ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, তাজউদ্দিন, কামাল উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক নাসিম আহমেদ চৌধুরি, যুক্তরাজ্য যুবদলের সাবেক আহ্বায়ক দেওয়ান মোকাদ্দেম চৌধুরী নিয়াজ, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সদস্য এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাভেল, মেসবাউজ্জামান সোহেল, আলহাজ্ব সাদিক মিয়া, আশরাফুল ইসলাম হীরা, সহ-সাধারণ সম্পাদক ফেরদৌস আলম, সামছুর রহমান মাহতাব প্রমুখ।