দৃক নিউজ২৪, মুন্সিগঞ্জ:- মুন্সিগঞ্জের গজারিয়ায় ইউপি নির্বাচনে পরাজিত প্রার্থীর হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শাহ আলম (৩৮) নামের একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ভোর ৭টার দিকে উপজেলার টেংগারচর ইউনিয়নে এই হামলার ঘটনা ঘটে।
আহতের বড় ভাই আবুল কালাম বলেন, পরাজিত প্রার্থী সালাউদ্দিনের (আনারস) সমর্থকরা অতর্কিত স্বতন্ত্র প্রার্থী এখলাসুর রহমানের (চশমা) সমর্থকদের ওপর হামলা চালায়। এতে শাহ আলমসহ অন্তত ১০ জন আহত হন। পরে শাহ আলমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, সংশ্লিষ্ট থানায় এ বিষয়ে জানানো হয়েছে।
More News Of This Category