হুমায়ূন কবীর ফরীদি, সিনিয়র নিজস্ব প্রতিবেদক:- জগন্নাথপুরে নির্বাচনী আচরণ বিধি লংঘন করে চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদের নির্বাচনী পোষ্টার দেওয়ালে দেওয়ালে লাগানো হচ্ছে। এতে সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি।
আর মাত্র কয়েক দিন বাকী বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসীল অনুযায়ী সারা দেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে চলতি ডিসেম্বর মাসের ২৬ তারিখ। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা ৭ ই ডিসেম্বর নির্বাচনী প্রতীক পেয়েছেন। সরকারি নির্দেশনা মোতাবেক নির্বাচনী পোষ্টের আটা দিয়ে বাসাবাড়ী কিংবা ব্যবসা প্রতিষ্ঠান এর দেওয়ালে লাগানো নিষিদ্ধ থাকলে ও প্রতীক প্রাপ্তির পর থেকে প্রার্থীদের কর্মীরা নির্বাচনী পোষ্টার দেওয়ালে দেওয়ালে লাগাচ্ছেন। এতে দেওয়ালের ক্ষতিসাধন হওয়ার পাশাপাশি সৌন্দর্য বিনষ্ট হচ্ছে। যার ফলে জনসাধারণ মাঝে মৌন ক্ষোভ বিরাজ করছে। এ ক্ষোভ যেকোনো মুহুর্তে বিস্ফোরিত হয়ে সংঘর্ষে রুপ নিতে পারে। বিধায় এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া একান্ত প্রয়োজন।
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার একাধিক ভোটার তাদের অভিপ্রায় ব্যক্ত করতে গিয়ে বলেন, নিয়মনীতি উপেক্ষা করে প্রার্থীদের নির্বাচনী পোষ্টার বাসবাড়ীর পাকা দেওয়াল, মাটির কাঁচা বেড়ায় ও বাজার সহ বিভিন্ন পয়েন্টে এর ব্যবসা প্রতিষ্ঠান এর দেওয়ালে আটা দিয়ে পোষ্টার লাগানো হচ্ছে। এতে দেওয়াল ও মাটির কাঁচাবেড়া নষ্ট হচ্ছে। এক প্রশ্নের জবাবে তারা আরো বলেন, পোষ্টার লাগাতে বাঁধা দিলেও কে শোনে কার কথা। অনেক সময় বাড়ীর মালিক ও প্রার্থীদের কর্মীদের মধ্যে টুকটাক কথা কাটাকাটিও হচ্ছে। যেকোনো মুহুর্তে ঝগড়া -প্রসাদ লাগার সম্ভাবনা রয়েছে। বিধায় এব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের প্রতি জোর দাবী জানাচ্ছি।
এবিষয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান বলেন, আটা দিয়ে দেওয়ালে পোষ্টার লাগানো নির্বাচনী আচরণ বিধি পরিপন্থী। কোনো প্রার্থীর নির্বাচনী পোষ্টার দেওয়ালে লাগানো থাকলে তাঁহার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জামাল/এস/এস
More News Of This Category