দৃক নিউজ২৪ ডেস্ক:-
আপনি হয়তো ভুলে গেছেন স্মার্টফোনের চার্জার আনতে। কিংবা ধরুন, চ্যাট করতে করতে মোবাইলের চার্জ শেষ হলে কি করবেন? এই বিপত্তি থেকে মুক্তির সময় এসে গেছে।
চার্জার লাগবে না, মানবশরীর থেকেই শক্তি নিয়েই চার্জ হবে মোবাইল ফোন। গবেষণাকারীরা জানিয়েছেন, নতুন প্রযুক্তির একটি ব্যাটারির সাহায্যে মোবাইল ফোনটি ব্যবহারকারীর শরীরের নড়াচড়া থেকেই চার্জ হবে। চলাফেরার সঙ্গে সঙ্গে বাড়তে থাকবে চার্জও।
মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকেরা এই নয়া প্রযুক্তির ব্যাটারি তৈরি করেছেন। ‘থার্মালি রিজেনারেটিভ ইলেকট্রো কেমিক্যাল সাইকেল’ নামের বিশেষ প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই ব্যাটারি তৈরি করা হয়েছে। তবে গবেষণাকারীদের পক্ষ থেকে জানান হয়েছে, এখনই এই ব্যাটারিকে বাণিজ্যিক ব্যবহারের জন্য বাজারে আনা হচ্ছে না। গবেষণা পুরোপুরি শেষ হলেই তবেই বাজারে ছাড়া হবে এই ব্যাটারি।
More News Of This Category