হুমায়ূন কবীর ফরীদি, সিনিয়র নিজস্ব প্রতিবেদক:- পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উদযাপন উপলক্ষে আঞ্জুমানে আল ইসলাহ, আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর শাখা ও পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ বাস্তবায়ন পরিষদ জগন্নাথপুর এর আয়োজনে মোবারক র্যালাী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শাখা বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ, বাংলা আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া ও পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ বাস্তবায়ন পরিষদ জগন্নাথপুর এর আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উদযাপন উপলক্ষে ২৪ শে অক্টোবর রোজ রবিবার দুপুরে উপজেলা সদরস্থ আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ বাস্তবায়ন পরিষদ এর আহবায়ক মাওলানা মোঃ নূরুল হক এর সভাপতিত্বে ও হাফিজ জাকির আহমদ ও ফারুক আহমেদ এর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মাওলানা মোঃ ছমির উদ্দিন, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা মোঃ জ,উ,ম আব্দুল মুনইম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মোঃ মঈনুল ইসলাম পারভেজ, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম মহসিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা শাখা বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা মোঃ তাজুল ইসলাম আলফাজ,সুনামগঞ্জ জেলা শাখা বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়ার সভাপতি মোঃ আব্দুল গনি সোহাগ, ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড জগন্নাথপুর এর সভাপতি হাফিজ মোঃ নূরুল হক, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ জগন্নাথপুর শাখার সভাপতি মাওলানা মোঃ আজমল হোসাইন জামী,সাধারণ সম্পাদক মাওলানা মোঃ নূর আহমদ, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ সিলেট মহানগর শাখা নেতা মাওলানা মোঃ তরিকুল ইসলাম, হাফিজ মোঃ মাসুদ মিয়া, মাওলানা মুফতি গিয়াসউদ্দিন, মাওলানা মোঃ নিজামুদ্দিন জালালী,মাওলানা মোঃ আমিরুল ইসলাম, মোঃ তাহিদুর রহমান ও আজিজুর রহমান প্রমূখ।
পরিশেষে একটি বিশাল মোবারক র্যালী আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়াম থেকে শুরু হয়ে জগন্নাথপুর পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অডিটোরিয়ামে এসে শেষ হয়।
এসময় আলোচনা সভা ও মোবারক র্যালীতে সহস্রাধিক ছাত্র জনতা উপস্থিত ছিলেন।