সিনিয়র নিজস্ব প্রতিবেদক:- সরকারি টিসিবির পণ্য কম মূল্যে জগন্নাথপুরে ২ শত ৩০ জন মানুষের মাঝে বিক্রি করেছে ডিলারী প্রতিষ্ঠান মেসার্স পলাশ ট্রেডার্স।
পবিত্র মাহে রমজান উপলক্ষে সারা দেশের জনসাধারণের মাঝে সরকার ভর্তুকি দিয়ে স্বল্প মূল্যে উন্নতমানের পণ্য পৌছে দিচ্ছে । এরই অংশ হিসেবে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সরকারি টিসিবি পণ্য বিক্রি করছে টিসিবি ডিলার মেসার্স পলাশ ট্রেডার্স। এরই ধারাবাহিকতায় ২৮ শে এপ্রিল বুধবার জগন্নাথপুর উপজেলা পরিষদ চত্বরে ২ শত ৩০জন মানুষের মধ্যে দিন ব্যাপী টিসিবি পণ্য বিক্রি করা হয়েছে। এতে জনপ্রতি মাত্র ৬৩০ টাকায় ৪ লিটার, ১ কেজি চিনি, ১ কেজি মশুর ডাল, , ২ কেজি ছোলা বিক্রি করা হয়। যা খুচরা বাজারে অতিরিক্ত মূল্যে বিক্রি হচ্ছে। স্বল্প মূল্যে টিসিবির পণ্য পেয়ে আনন্দে আত্মাহারা জগন্নাথপুরবাসী।
এই কার্যক্রম ধারাবাহিক ভাবে উপজেলার সবকটি হাট-বাজার ও গুরুত্বপূর্ণ পয়েন্টে চালিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন জনসাধারণ।
জামাল/এস/এস
More News Of This Category