,
শিরোনাম
জগন্নাথপুরে জাতীয় ইমাম সম্মেলন সম্পন্ন হযরত মাওলানা মরহুম এমদাদুর রহমান (রঃ) এর ঈসালে সাওয়াব উপলক্ষে মীলাদ ও দোআ মাহফিল এবং অসহায় গরীবদের মাঝে কাপড়  বিতরণ ইসলামিক ফাউন্ডেশন এর ২০২৩ শিক্ষা বর্ষের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মধ‌্যে পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনকে কেন্দ্র করে জগন্নাথপুরে মামলা দায়ের বাতিল হতে পারে ১৫ আগস্টের সরকারি ছুটি ইন্টারনেট শাটডাউন: তদন্তে বেরিয়ে এলো যাদের নাম শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন ড. ইউনূস আমার মায়ের পদত্যাগের বিষয়ে দেয়া বিবৃতি পুরোপুরি মিথ্যা: জয় চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলসহ উপদেষ্টা পরিষদের ৮ সিদ্ধান্ত

নেপালের বিপক্ষে হারলো বাংলাদেশ

দৃক নিউজ২৪. কম ডেস্ক#

ভারত ও মালদ্বীপকে হারানোর পর নেপালের বিপক্ষে হেরে গেছে বাংলাদেশ দল। সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের শিরোপার কাছাকাছি চলে আসা বাংলাদেশ দল হেরেছে ২-১ গোলের ব্যবধানে।

টানা দুই জয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশকে ঠেকাতে প্রাণপণে লড়ে গেছে নেপাল। প্রথম ১০ মিনিটে দুইবার তাদের ফাউলের শিকার হয়েছে বাংলাদেশিরা। বোঝাই যাচ্ছিল, আতঙ্কিত নেপালিরা। ১১ মিনিটে তৃতীয় ফাউলে ফ্রিকিক থেকে দুর্দান্ত এক শট নেয় বাংলাদেশ। দুর্ভাগ্য, শট লাগে গোলবারে। পরের মিনিটে বাংলাদেশের শট গোলপোস্টের কিছুটা পাশ দিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়। ১৭ মিনিটে নেপালের গোলরক্ষক অর্পণ কারকির প্রতিরোধের কারণে এগিয়ে যেতে পারেনি তারা। আবারও কারকি ৩ মিনিট পর বাংলাদেশকে গোলবঞ্চিত করেন।

খেলায় আধিপত্য ছিল বাংলাদেশ দলের। ফরোয়ার্ডদের ব্যর্থতা আর ভাগ্যের সহায়তা না পাওয়ায় হেরে যেতে হয়েছে। বেশ কয়েকটি সুযোগ নষ্টের খেসারত বাংলাদেশকে দিতে হয়েছে ২২ মিনিটে। অভিষেক রিজল দুর্দান্ত ফিনিশিংয়ে নেপালকে এগিয়ে নেন ১-০ গোলে। তবে ৮ মিনিট পরই সমতা ফেরায় বাংলাদেশ, এবারও ফ্রিকিক গোলপোস্টে লাগে। অবশ্য ফিরতি শটে মোহাম্মদ আল-আমিন লক্ষ্যভেদ করেন।

বিরতির আগে শেষ পাঁচ মিনিটে দুইবার বাংলাদেশের গোলমুখে শট নেয় নেপাল। কিন্তু তাদের বাধা হয়ে দাঁড়ান বাংলাদেশি গোলরক্ষক। দ্বিতীয়ার্ধে ফিরে এসে বড় এক ধাক্কা খায় বাংলাদেশ। বিশ্বনাথ ঘোষ ৫৩ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড নিয়ে মাঠ ছাড়েন। শেষ ৩৭ মিনিট তাই বেশ সতর্ক হয়ে খেলতে হয়েছে ১০ জনের বাংলাদেশকে। এ সুযোগ ৫৭ মিনিটে কাজে লাগাতে পারতো নেপাল, প্রেরেজ তামাংয়ের নিখুঁত ফিনিশিংয়ের অভাবে তাকে লক্ষ্যভ্রষ্ট করেন বাংলাদেশের গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ সুবর্ণ সুযোগ পায় ৭২ মিনিটে। আগের মতো এবারও গোলপোস্ট তাদের জন্য বাধা তৈরি করে। অন্যদিকে মুহুর্মুহু আক্রমণ চালানো নেপাল ৮০ মিনিটে ফ্রিকিক থেকে দুর্দান্ত এক গোল করে। ৪০ গজ দূর থেকে জয়সূচক গোল করেন রোমান লিম্বু।

এ জয়ে উন্মুক্ত হয়ে গেল শিরোপার লড়াই। শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। আর নেপাল খেলবে ভারতকে। প্রত্যেক দলেরই সমান ৬ পয়েন্ট।

     More News Of This Category

ফেসবুকে আমরা

 

 

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৫:০২
  • দুপুর ১১:৪৭
  • বিকাল ৩:৩৬
  • সন্ধ্যা ৫:১৫
  • রাত ৬:৩১
  • ভোর ৬:১৬