নিজস্ব প্রতিবেদক:- জগন্নাথপুর উপজেলা সদরে সরকারের ঘোষিত নব নির্মিত মডেল মসজিদ প্রতিষ্ঠার অবকাঠামো ও মূল ভবনের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন ইসলামী ফাউন্ডেশনের সুনামগঞ্জ এর উপ-পরিচালক জনাব আবু সিদ্দিকুর রহমান সহ ফাউন্ডেশন কর্মকর্তাগন।
২৬শে নভেম্বর বৃহস্পতিবার বেলা ১২ ঘটিকার দিকে উপজেলা উপজেলা পরিষদের নিকটস্ত মডেল মসজিদ এর কাজের অগ্রগতি পরিদর্শন করেন। সরকার নিজস্ব অর্থায়নে সারা দেশে ৮হাজার ৭শ ২২ কোটি টাকা ব্যয়ে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র হচ্ছে। ৮হাজার ১৬ জন আলেম ওলামার কর্মস্থান (চাকুরী) হবে। ইমাম, মোয়াজ্জেম খাদেম, খতিব সকলেই সরকারি স্কেলে বেতন ভাতা পাবেন।
জগন্নাথপুর উপজেলা ইসলামী ফাউন্ডেশনের সুপার ভাইজার সুহেল মাহমুদ বলেন, এই সকল মসজিদ গুলোতে থাকছে, ইসলামী সাস্কৃতিক কেন্দ্র, দীনি দাওয়াত কার্যক্রম পরিচালনার জন্যে অডিটরিয়াম। মহিলাদের জন্যে পৃথক নামাজের কক্ষ, মসজিদের নিচতলায় গাড়ী পার্কিয়ের ব্যবস্থা। কপ্লেক্সে অটিজম কর্ণার, ইমাম প্রশিক্ষণের ব্যবস্থা, ইসলামী গবেষনা কেন্দ্র ও লাইব্রেরী থাকবে, শীতাতপ নিয়ন্ত্রিত, হজ্জযাত্রীদের প্রশিক্ষণ ও অনলাইন রেজিষ্টেশন ব্যবস্থা। হেফজুল কোরআনসহ উচ্চ শিক্ষার ব্যবস্থা, জানাযা নামাজ ও মৃত্যু ব্যক্তির গোসলের ব্যবস্থা।
উপজেলা মডেল কেয়ারটেকার হাফিজ মুহিবুর রহমান বলেন, আমরা আলেম ওলামাগন আনন্দিত যে, সরকার সারা দেশে ৮হাজার ১৬জন আলেম ওলামার কর্মসংস্থান এর ব্যবস্থা করা হয়েছে এ মডেল জামে মসজিদদের ফলে। তারা সরকারি ভাবে বেতন স্কেল ও সকল সুযোগ সুবিধা পাবেন। আজ আলেম ওলামাদের মূল্যায়ন হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান যেমনি ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করছেন তেমনী চার চারবার বাংলাদেশের নির্বাচিত হয়েছেন সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার মুসলিম রাষ্ট্র হিসাবে আলেম ওলামা ও মসজিদ মাদ্রাসার উন্নয়ন শুরু করে দিয়েছেন।
উপজেলা কোর্ট মসজিদের খতিব ও ইসলামিক ফাউন্ডেশন এর লাইব্রেরিয়ান মাও নিজাম উদ্দিন জালালী বলেন, আমরা মন্ত্রি এম এ মান্নান মহাদ্বয়কে ধন্যবাদ জানাই। আজ মসজিদ পরিদর্শনে ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তাগন এসে জগন্নাথপুরকে ধন্য করেছেন এবং সুন্দর পরিবেশ ও পরামর্শ দিয়েছেন মডেল মসজিদের জন্যে। আমাদের পক্ষথেকে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
জামাল/এস/এস
More News Of This Category