রক্তাক্ত মুন্ডু হাতে
হাসান আব্দুল্লাহ
পরাধীনতার নিগড়ে বন্দী
স্বাধীন পূন্যভুমি।
লাখো শহীদের অশ্রুতে আজ
ভাসল মরুভূমি।
ধর্ষিত বোনের করুন সুরে
কেঁপে উঠে মোর আত্মা।
কিসের শিকলে বন্দী
মোরা নিস্তব্ধ জনতা।
আমার মায়ের আর্তনাদে
থামেনি নির্যাতন।
কতকালে আর শেষ হবে
এই অবরুদ্ধ জীবন।
প্রতিবাদ কেন?প্রতিবাদ কিসের?
প্রতিবাদ আর হবেনা।
প্রতিবাদে বল হয় কি বন্ধু
বাড়ে শুধু যন্ত্রনা।
চিৎকার করে ভাষণ দিয়ে
অযথাই কাপে স্বরযন্ত্র।
মুখের আওয়াজে বন্দ হবে না
খুনেরার কর্মকাণ্ড।
ক্রোধের আগুনে পুড়ে ছাই হোক
সকল যৌবন আত্মা।
পূন্যভুমি দেখবে এবার
জনতার ক্ষমতা।
অস্রহাতে শুরু হবে আজ
মুক্তির অভিযান।
আমার বোনের উদগ্রীব চোখ
দেখবে নব উত্থান।
আমার আঘাতে দ্বিখণ্ডিত হবে
কুলাঙ্গারের গর্দান।
রক্তাক্ত মুন্ডু হাতে ফিরবে
মায়ের সন্তান।
জামাল/এস/এস
More News Of This Category