দৃক নিউজ২৪ ডেস্ক:-
বেনেনির সাহারা উইলোমর পার্কে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রণমূলক একাদশের বিপক্ষে আজ তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নামছেন মুশফিকরা।
টেস্ট সিরিজ তো সবচেয়ে বড় পরীক্ষা। তবে তার আগে এ তিন দিনের প্রস্তুতি ম্যাচটাও বেশ গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। ছোটখাটো পরীক্ষায়ও বটে। মূল সিরিজে কেমন কি করবে টাইগাররা, তার ইঙ্গিত কিছুটা মিলবে এ ম্যাচে।
দেশের মাটিতে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয়, এরপর দেশের বাইরে শ্রীলঙ্কাকে হারানো। এ তিনটি জয় বাংলাদেশ ক্রিকেটের নতুন দিনের কেউ বাংলাদেশ দলের সামার্থ্যের বিপরীতে প্রশ্নবোধক চিহ্ন জুড়ে দিচ্ছেন। তাদের যুক্তি হলো, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ারকে হারানো অনেক বড় ব্যাপার। কিন্তু এ দুটি জয়ই এসেছে দেশের মাটিতে।
শ্রীলঙ্কাকের বিপক্ষে জয়টা লঙ্কানদের মাটিতে বটে, কিন্তু সেটা তো উপমহাদেশের কন্ডিশনেই! টেস্টেও যে বাংলাদেশ বড় দল হয়ে ওঠেছে, তার প্রমাণ দিতে হবে দেশের বাইরে। দেশের বাইরে যদি শক্তিশালী কোনো দলকে হারানো যায় তাহলেই পুরো বাহাবা পাবে মুশফিকের দল। যে কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজের দিকে তাকিয়ে সবাই।
২৮ সেপ্টেম্বর থেকে পচেফস্ট্রুমে শুরু হতে যাওয়া দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের আগে টেস্ট সিরিজের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ২টায়)। তা কেমন দল দক্ষিণ আফ্রিকা আমন্ত্রণমূলক একাদশ?
মূলত সিএসএ ক্রিকেট সাউথ আফ্রিকা একাডেমির ক্রিকেটারদেরই আধিক্য এই দলটিতে। এই তরুণদের সঙ্গে আছেন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেটের কিছু অভিজ্ঞ ক্রিকেটারকেও।
বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম বলেন, গত কয়েক বছর ধরে তিন ডিপার্টমেন্টেই খুব ভালো ক্রিকেট খেলছি আমরা। এই সময়ের মধ্যে দেশের মাটিতে আমরা অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে খেলেছি এবং আমাদের পারফরম্যান্সে ধারাবাহিকতাও ছিল। অস্ট্রেলিয়াকেও হারিয়েছি আমরা। তাই বলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওদের নিজেদের মাটিতে ভালো করাটা খুব সহজও হবে না। তবে আমাদের পরবর্তী পদক্ষেপ হলো দেশের বাইরেও ভালো খেলা। আমাদের পরবর্তী লক্ষ্য এখন এটিই। এই লক্ষ্যটিই অর্জন করতে হবে আমাদের।
More News Of This Category