অকুল সাগর
লেখক মোঃ রুহেল আহমেদ
আকাশের প্রানও পাখি যাবে একদিন উড়ে
এতো মায়ার সংসার আমি কেমনে যাবো ভূলে!
এ দুনিয়ায় এসে আমি কি করিলাম ভাই
সুনার দেহ অসাধনায় পুড়ে করলাম চাই!
সময় থাকতে ভাবলেনারে ওরে ময়না পাখি
অসময়ে ভাবলে তো আর পাবেনা সেই গতি!
অকুল সাগর অসময়ে কেমনে দিবে পারি
বেলা থাকতে পার কিনারে বেদে রাখো তরী!
ভব দরিয়ায় এতো পানি ভাসে কত কুম্ভিরানি
অন্তরেতে এত দুঃখ সইব কতো আর!
এ দুনিয়ার মিছে জ্বালে বন্দী হইলাম আমি
ডাকি তোমায় কাতর সুরে সাড়া দাও গো তুমি!
ভব সাগরের মায়ায় পরে হারাইলাম সেই ধন
অসাধনায় রুহেল কবি কাটাইল জীবন!