কালের ঢোল, সিনিয়র নিজস্ব প্রতিবেদক:- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় খেটে খাওয়া নিম্নবিত্ত মানুষের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ২৫০০ টাকা তালিকা ভুক্ত ব্যক্তির একাউন্টে জমা হয়নি।
ঈদের এক মাসের বেশী সময় অতিক্রম হওয়ার পরও যখন তালিকা ভুক্ত ব্যক্তির একাউন্টে ঈদ উপহার টাকা জমা না হওয়ায় জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে তারা টাকা গুলো পাবেন কি না? তালিকা ভুক্ত অনেক ব্যক্তিই মনে করছেন চেয়ারম্যান মেম্বার হয়ত প্রধানমন্ত্রির দেওয়া ঈদ উপহার ২৫০০টাকা খেয়েই ফেলছেন।
২ জুলাই (বৃহস্পতিবার) উপজেলার কলকলিয়া ইউনিয়নের বাসিন্দা দ্বীনেশ চন্দ্র জানান প্রধানমন্ত্রীর ঈদ উপহারের তালিকায় নাম থাকলেও সে টাকা এখনো তিনি পাননি। করোনার লকডাউনে ছোট্র চায়ের দোকান বন্ধ রাখাতে পরিবার নিয়ে খুবি কষ্টে দিন কাটছে এখন আবার বন্যায় তার বাড়ীতে উঠায় আরো বেশী ক্ষতীগ্রস্থ হয়েছেন। প্রধানমন্ত্রীর এই উপহার পেলে হয়ত কষ্ট কম হত। তিনি প্রশাসনের কাছে আবেদন করেন যাতে তালিকা ভুক্ত দরীদ্র পরিবারের উপহারটা পৌছে দেওয়ার।
ইউনিয়নের বালিকান্দি গ্রামের ছোট মিয়া, তইমুস, আজির মিয়া বলেন স্থানীয় মেম্বারের সাথে যোগাযোগ করলেও মেম্বার সাহেব সুনির্দিষ্ট কিছু বলছেন না এতে করে জনমনে টাকা আত্বসাদের সন্দেহ করছেন তারা। তবে এখনো আশাবাদী হয়ত সংশ্লিষ্ট কর্তপক্ষ বিষয়টি খতিয়ে দেখলে উপহারটি পেতে পারেন।
জামাল/এস/এস
More News Of This Category