নিজস্ব প্রতিবেদক:- সুনামগঞ্জের জগন্নাথপুরে ১নং কলকলিয়া ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ড নিয়ে গঠিত মোহাম্মদিয়া লফিফিয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা ও আল-আমীন স্মরনিকা প্রকাশনা অনুষ্ঠান’ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১২ই মার্চ) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পযর্ন্ত কুরআন প্রতিযোগিতা-স্মরনিকা ও আলোচনা সভার আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
বাদ যোহর সংগঠনের প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক হাফেজ নুরুল হকের সভাপতিত্বে সংগঠনের সভাপতি ক্বারী শাহাব উদ্দীন শিহাব ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমানের যৌথ সঞ্চালনায় এতে উদ্বোধকের বক্তব্য দেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মাঈনুল ইসলাম পারভেজ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন অত্র সংগঠনের সদস্য ইসহাক আহমদ ও তখলিছুর রহমান তুহিনের ইসলামি সংগীত পরিবেশনায় স্বাগত বক্তব্যে ফারুক আহমদের শুরু হওয়া অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর সরকারী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফিজ মাওলানা মুহিবুর রহমান, সমাজকর্মী আহসান হোসেন সুমন।
এ সময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা আল ইসলাহ সহসভাপতি মাওলানা আবু আইয়ুব আনসারী, প্রবীন শিক্ষক হাফেজ সৈয়দুর রহমান, জগন্নাথপুর উপজেলা সেচ্চাসেবক লীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক এমদাদুর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক সুহেল আহমেদ, মজিদপুর সমসর আলী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার প্রধান শিক্ষক এইচ এম ফারুক গনী, জগন্নাথপুর উপজেলা (পশ্চিম) তালামীযের সহসভাপতি হাফেজ সৈয়দ জাবের হোসেন, জাগো সিলেট পত্রিকার সাংবাদিক কামরুল ইসলাম মাহি, সংগঠনের কর্মী আলহাজ্ব হীরন মিয়া,হাফেজ রেজাউল করিম,জাবের আহমদ, ইয়াকুব আলী তুহিন,হাফেজ আবু তাহের, আলী আহমেদ, মনিরুল ইসলাম, আল আমিন, আলহাজ্ব মিজানুর রহমান, মাওলানা জিয়াউল হক, রাজু, আশরাফ, শাহাজুল ইসলাম, হাফেজ মুসতাক প্রমুখ।
এর আগে কুরআন প্রতিযোগিতা বিভিন্ন গ্রুপে উপজেলার ১৮ টি মাদরাসার প্রায় দুইশতাধিক শিক্ষার্থী অংশ নেয়। পরে বিজয়ীদের মধ্যে নগদ অর্থসহ পাগরী বিতরণ করা হয়।
জামাল/এস/এস
More News Of This Category