,

জগন্নাথপুরে ইফার ‘মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা’ কার্যক্রমের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:- ইসলামিক ফাউন্ডেশন এর ‘মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা’ কার্যক্রমের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ই মার্চ) সকাল ৯টায় মাসিক সমন্বয় সভা উপজেলা পরিষদ এর রাধারমন হলে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম এর সভাপতিত্বে ও উপজেলা মডেল কেয়ারটেকার হাফিজ মো: মুহিবুর রহমান এর পরিচালনায় সমন্ময় সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী।

বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা সুপার ভাইজার সোহেল মাহমুদ, সাধারন কেয়ারটেকার আব্দুল হক। অন‌্যান‌্যদের মধ‌্যে উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা ইসলামিক ফাউন্ডেশন শিক্ষক সমিতির সভাপতি মাওলানা ফজলুল করিম, রাণীগঞ্জ ইউনিয়নের সাধারণ কেয়ারটেকার শিশু মিয়া, ইউনিয়ন শিক্ষক প্রতিনিধি সহ উপজেলার সকল স্তরের শিক্ষক/শিক্ষিকা বৃন্দ।

সমন্বয় সভায় ইসলামিক ফাউন্ডেশনের ২০২০ সালের সকল কার্যক্রম গতিশীল করতে বিশেষভাবে তাগিদ দেওয়া হয়।

সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ডের সাথে একাত্ততা প্রকাশ করে নিরক্ষর মুক্ত বাংলাদেশ গড়তে ও সন্ত্রাস জঙ্গিবাদ ও বাল্য বিয়ে প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার পরামর্শ প্রদান করা হয়। এবং বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষীকি উদযাপনের দিক নির্দেশনা প্রদান করা হয়।

পরে বর্তমান সময়ের আতংক করোনা ভাইরাসের কবল থেকে বাংলাদেশকে হেফাজত ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা সহ দেশের সার্বিক মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

জামাা/এস/এস

     More News Of This Category

ফেসবুকে আমরা

 

 

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৪:৩২
  • দুপুর ১১:৫৭
  • বিকাল ৪:১৯
  • সন্ধ্যা ৬:০৬
  • রাত ৭:২০
  • ভোর ৫:৪৪