বাংলার মাটি
বাংলার মাটি তুমি সবল।
তোমাতে কত ফসল করে ঝলমল।
তোমার বুকে ফলে সোনা রাশিরাশি।
কৃষাণের নিদ্রাহীন চোখে শান্তির হাসি।
বাংলার মাটি তুমি উর্বরের সর্দার।
তোমাতে স্বর্ন-শ্যামল সৌন্দর্যের পাহাড়।
বাংলার মাটি তুমি সম্মানী।
তোমাতে শায়িত কত শহিদ না জানি।
বাংলার মাটি তুমি মহান প্রভুর দান।
তুমি মহান করি তোমার সম্মান।
বাংলার মাটি তুমি খাঁটি সোনা।
তোমাতে রয়েছে কত শিক্ষা অজানা।
বাংলার মাটি তোমার বুকে খুঁজি জীবন।
তুমি শেখাও শুদ্ধ জীবন গঠন।
তুমি শেখাও সাম্য শেখাও পরোপকার।
তুমি জ্ঞানী তুমি শিক্ষার সর্দার।
তুমি শেখাও নিজেকে বিলিয়ে দিতে।
নিজ হৃদয় ছিড়ে কর সবার যতন মহীতে।
বাংলার মাটি তোমার বুকে সবকিছু করিছ ধারণ।
তুমি নিঃস্বার্থ বিশাল তোমার মন।
ওগো বাংলার মাটি হতে চাই তোমার মতন।
করিতে যেন পারি সকলের সমযতন।
লেখক:- হাসান আব্দুল্লাহ (পদার্থবিজ্ঞান বিভাগ,এম.সি কলেজ, সিলেট)
More News Of This Category