,

ঈদে মিলাদুন্নবী(সাঃ) উদযাপন উপলক্ষে কলকলিয়ায় ওয়াজ মাহফিল

মোঃ হুমায়ুন কবীর ফরীদি, সিনিয়র নিজস্ব প্রতিবেদক:- পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাঃ) উদযাপন উপলক্ষে জগন্নাথপুরের কলকলিয়ায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আরবি রবিউল আওয়াল মাসের ১২ তারিখে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর পৃথিবীতে শুভাগমন স্মরণে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে মাধ্যমে পালন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) কলকলিয়া ইউনিয়ন উদযাপন পরিষদ এর আয়োজনে ১০ ই রবিউল আওয়াল (৮ই নভেম্বর) রোজ শুক্রবার দুপুর দুই ঘটিকা থেকে রাত পর্যন্ত স্থানীয় কলকলিয়া বাজার প্রাঙ্গণে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) কলকলিয়া ইউনিয়ন উদযাপন পরিষদ এর সভাপতি মাওলানা নূর আহমদ ও সহ-সভাপতি মোঃ আবুল মতিন এর সভাপতিত্বে ও অত্র পরিষদ এর সাধারন সম্পাদক হাতিয়া পীর আকিল শাহ নেছারিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আবু সাঈদ সৈয়দ ও যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট মাওলানা মোঃ কবির হোসেন এর পরিচালনায় ধর্মপ্রাণ মুসলমান ও আশেকে রাসূলগণের বিপুল উপস্থিতিতে এক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে ওয়াজ নসিহত পেশ করেন ছাহেব ক্বিবলা হযরত আল্লামা মাওলানা মোঃ আব্দুল লতিফ চৌধুরী ফুলতলীর সুযোগ্য উত্তরসুরী ওলী ইবনে ওলি আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ছাহেব।

কলকলিয়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ শামসুল আলম এর কোরআন তেলাওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠিত উক্ত ওয়াজ মাহফিলে অন্যান্যদের মধ্যে ওয়াজ নসিহত পেশ করেন বুরাইয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা সিরাজুল ইসলাম আল ফারুকী ছাহেব, ইকড়ছই আলিম মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মোঃ ছমির উদ্দিন সাহেব, বালিকান্দী সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার হযরত মাওলানা মোঃ জমির আহমদ সাহেব , কলকলিয়া বাজার জামে মসজিদ এর ইমাম হযরত মাওলানা মোঃ নজমুল ইসলাম সাহেব ও বালিকান্দী গাজীপাড়া জামে মসজিদ এর ইমাম মাওলানা মোহাম্মদ আবদুল জলিল জালালী সাহেব ।
এ সময় কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর তিনবারের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, মাষ্টার মোঃ আকিকুর রহমান ও কাজী মাওলানা মোহাম্মদ জালাল উদ্দীন সহ মুসল্লীয়ামে কেরামগন।

জামাল/এস/এস

     More News Of This Category

ফেসবুকে আমরা

 

 

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৪:৩০
  • দুপুর ১১:৫৯
  • বিকাল ৪:২৩
  • সন্ধ্যা ৬:১১
  • রাত ৭:২৫
  • ভোর ৫:৪২