সিনিয়র নিজস্ব প্রতিবেদক:- সুনামগঞ্জের জেল প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেছেন, বর্তমান সরকার বাংলাদেশকে উন্নত বিশ্বের দ্বারপ্রাপ্তে নিয়ে গেছে।
সরকারের ভিশন ২০২১ বাস্তবায়নে আমরা কাজ করছি। জনগনের দোরগোড়ায় সেবা পৌছে যাচ্ছে। তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে এখন মানুষ সহজেই সেবা পাচ্ছেন। ‘৩৩৩’ হেল্প সেন্টারের কল করে সকল বিভাগের সরকারি বেসরকারি সেবা মিলছে। উন্নয়নের পাশাপাশি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। অনেক সময় তদারকির অভাবে উন্নয়ন কাজের বিঘ্নিত হবে। এজন্য সরকারের উন্নয়ন কর্মকান্ড গুলি যদি স্থানীয়ভাবে তদারকি করা হয় তাহলে টেকসই উন্নয়ন সম্ভব।
আজ বৃহস্পতিবার বিকেলে তিনি জগন্নাথপুর উপজেলায় দিনভর বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরির্দশন শেষে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত সরকারি কর্মককর্তা, জনপ্রতিনিধি ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিয়মসভা ও গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাসিম, রানীগঞ্জ ইউনিয়নের শহিদুল ইসলাম রানা, পাইলগাঁও ইউনিয়নের মুখলিছ মিয়া, মুক্তিযোদ্ধা রনজিত দাস, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, কাউন্সিলর শফিকুল হক, অধ্যক্ষ আব্দুর রহমান, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আমির হোসেন প্রমুখ। পরে অগ্নিদগ্ধ জগন্নাথপুরের দুই নারীকে নগদ ৯ হাজার করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এর পূর্বে জেলা প্রশাসক ফ্রী মেডিক্যাল ক্যাম্প, পাঠলী ইউনিয়ন, শ্রীরামসী হাই স্কুল এন্ড কলেজ, শ্রীরামসী ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা ভূমি কার্যালয় পরির্দশন করেন। এবং আমার বাড়ি আমার খামার প্রকল্পের উঠান বৈঠক এবং তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠকে বক্তব্য রাখেন।
জামাল/এস/এস
More News Of This Category