সত্যের সাধনা
কবি রুয়েল আহমদ
ভবের কামাই ভবেই থাকবে মানুষ যাবে চলে
তবে কেন কিছু মানুষ হিংসা গৌরভ করে,
গরিব লোকে বিচার দিলে সময় নাইরে বলে
বড় লোকের না বলাতেই ঝাপ দিয়ে পড়ে।
সত্য মিথ্যার হিসাব একদিন দিতে হবে ভাই
মনে রেখ সেদিন তুমার বাহাদুরী নাই,
বেলা থাকতে বাওঁরে ও মন বৈঠা লাঠী তরী
অসময়ে অকুল সাগর কেমনে দিবে পারি।
মন সাধনার কাছে তুমি নীচু কর মাথা
সত্যের কাছে হার মেনে যাও থাকবেনা আর ব্যাথা,
অসৎ পথে পা বাড়ানো বন্ধ কর ভাই
সোনার দেহ পুরে একদিন মাটি করবে ছাই।
সফল কাজের অল্প টাকায় হবে একদিন ধন্য
অসৎ কাজের অনেক টাকায় থাকবেনা সেই মান্য,
শেষ বিচারের সেই সাধনা মনে প্রাণে কর
রুয়েল কবির সেই সাধনা ভবের মায়ায় গেল।
জামাল/এস/এস
More News Of This Category