মোঃ হুমায়ুন কবীর ফরীদি, সিনিয়র নিজস্ব প্রতিবেদক:- জগন্নাথপুর উপজেলা গীতিকার সংসদ এর উদ্যোগে ঈদ পূর্ণ মিলনী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অলি- আউলিয়া, জ্ঞানী -গুনী ও আউল-বাউল এর বিচরণ ভূমি খ্যাত সুনামগঞ্জের ঐতিহ্যবাহী উপ- মহাদেশ এর প্রখ্যাত বাউল সাধক মরমি কবি রাধারমণ দত্তের জন্মস্থান জগন্নাথপুর উপজেলার স্বনামধন্য সংগঠন জগন্নাথপুর উপজেলা গীতিকার সংসদ এর উদ্যোগে ঈদ পূর্ণ মিলনী উপলক্ষে ২৮ শে আগষ্ট রোজ বুধবার বিকাল পাঁচ ঘটিকার দিকে জগন্নাথপুর পৌর শহরস্থ অস্থায়ী কার্যালয়ে
সংসদ এর সভাপতি গীতিকার শাহ মোঃ আব্দুল পরান ও সাধারন সম্পাদক গীতিকার মোঃ শানুর আলী মাষ্টার এর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় বক্তব্য রাখেন, গীতিকার ফকির মুক্তার আহমদ, গীতিকার মোঃ ফুলশাদ মিয়া, গীতিকার মোঃ ফয়সল গনি শাহ, গীতিকার মোঃ আর্শ্বাদ আলী,গীতিকার মোঃ গোলাম রব্বানী আকাশ, গীতিকার শ্রী কাজল দেবনাথ, গীতিকার মোঃ শফিকুল ইসলাম শফিক, গীতিকার ওস্তাদ শ্রী সুবোধ সরকার, গীতিকার মোঃ রাজা জালালি, গীতিকার মোঃ মোশাররফ হোসেন মাষ্টার , গীতিকার মোঃ এখলাছুুর রহমান, গীতিকার মোঃ খেলু ভান্ডারী,গীতিকার শ্রী সুশেন দেবনাথ প্রমূখ।
এসময় উক্ত জগন্নাথপুর উপজেলা গীতিকার সংসদ এর সদস্য বৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জামাল/এস/এস
More News Of This Category