মোঃ হুমায়ুন কবীর ফরীদি, সিনিয়র নিজস্ব প্রতিবেদক:- “কোন মিস্ত্রি নাও বানাইল, কেমন দেখা যায়, ঝিল মিল ঝিল মিল করে রে ভাই, ময়ূর পংখী নায়” প্রয়াত মরমী কবি শাহ আব্দুল করিম রচিত এই গানের সুরে আর বাদ্যযন্ত্রের তালে নৌকার প্রতিযোগী আর দর্শকদের আনন্দ উচ্ছ্বাসে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়ন এর অন্তর্ভুক্ত আলাগদি গ্রামের উত্তরের হাওরে অনুষ্টিত হয়েছে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী আকর্ষনীয় খেন্নাও দৌড় ( নৌকা বাইচ) প্রতিযোগিতা।
২০ শে আগষ্ট রোজ মঙ্গলবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আলাগদি গ এলাকাবাসীর উদ্যোগে হাজারো দর্শকের সমাগমে নৌকা বাইচ প্রতিযোগিতায় সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা থেকে আকর্ষনীয় নৌকা অংশ গ্রহন করে। দুপুর থেকে শুরু হওয়া নৌকা বাইচ প্রতিযোগিতা চলে বিকেল ৪টা পর্যন্ত। এই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে জগন্নাথপুর উপজেলা সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চক তিলক গ্রামের বাংলার পবন, ২য় স্থান অর্জন করেছে পাইলগাঁও ইউনিয়নের আলাগদী গ্রামের সোনার বাংলা। পরে প্রথম স্থান অর্জনকারী বাংলার পবন নৌকাকে সোনার নৌকা সোনার বৈঠা এবং দ্বিতীয় স্থান অর্জনকারী সোনার বাংলাকে রুপার নৌকা রুপার বৈঠা পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
পুরস্কার বিতরনী অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মখলুছ মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল তাহিদ, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মাছুম আহমদ, ইউপি সদস্য আলাউর রহমান, সাবেক ইউপি সদস্য আব্দুল বাক্কী, সমাজকর্মী মাসুদ কামাল বিপুল, ইউনিয়ন যুবলীগ নেতা রুনু মিয়া, ছাত্রলীগ নেতা তানভীর আহমদ সহ আয়োজক কমিটির ইসলাম উদ্দিন, আব্দুস শহিদ, আব্দুল বারিক, আব্দুল গণি, আব্দুল আহাদ, তোতা মিয়া, আসকা মিয়া, ইয়াওর মিয়া, বাদশা মিয়া, মুহিদ মিয়া, ধন মিয়া, সোবা মিয়া, সাপু মিয়া, সমছুল হক, আলিম উদ্দিন, মোস্তফা মিয়া, জলিল মিয়া, সোহেল মিয়া, সানু মিয়া, সোয়া মিয়া, ফরুক আহমদ, আল-মুমিন, সিতু মিয়া, রুবেল আহমদ, সুনু মিয়া, জুয়েল আহমদ, কবির আহমদ, লায়েক আহমদ, খোকন মিয়া, মুক্তার মিয়া, রাজান মিয়া, সুরুজ মিয়া, রুজেল, হেলিম উদ্দিন, ফারুক মিয়া প্রমূখ।
জামাল/এস/এস
More News Of This Category