,
শিরোনাম
হযরত মাওলানা মরহুম এমদাদুর রহমান (রঃ) এর ঈসালে সাওয়াব উপলক্ষে মীলাদ ও দোআ মাহফিল এবং অসহায় গরীবদের মাঝে কাপড়  বিতরণ ইসলামিক ফাউন্ডেশন এর ২০২৩ শিক্ষা বর্ষের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মধ‌্যে পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনকে কেন্দ্র করে জগন্নাথপুরে মামলা দায়ের বাতিল হতে পারে ১৫ আগস্টের সরকারি ছুটি ইন্টারনেট শাটডাউন: তদন্তে বেরিয়ে এলো যাদের নাম শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন ড. ইউনূস আমার মায়ের পদত্যাগের বিষয়ে দেয়া বিবৃতি পুরোপুরি মিথ্যা: জয় চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলসহ উপদেষ্টা পরিষদের ৮ সিদ্ধান্ত প্রথম দিনেই তিন সিদ্ধান্ত নিলেন আসিফ মাহমুদ

স্বেচ্ছাসেবক লীগ নেতা রশীদের উপর হামলার ১ বছর, এখনো সন্ত্রাসীদের চিহ্নিত করতে পারেনি পিবিআই


কালের ঢোল:- ​প্রাণনাশের উদ্দেশ্যে ঠিক এক বছর আগে ২০১৮ সালের ১৯ আগস্ট রাতে নগরীর হাউজিং এস্টেট এলাকায় সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এম. রশীদ আহমদের উপর হামলা চালিয়েছিল সন্ত্রাসীরা।

সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়ে দীর্ঘদিন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের কয়েকটি হাসপাতালে চিকিৎসায় রশিদ ফিরে আসেন তার স্বাভাবিক জীবনে। তবে এখনো তিনি পুরোপুরি সুস্থ নন। চলছে চিকিৎসা।

এ ঘটনার পরে রশীদের ভাই এম. শিব্বির আহমদ বাদি হয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-১৮)। কারও নাম উল্লেখ ছাড়া মামলায় ৯-১০জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়। পরে মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইকে। তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পান পিবিআই সিলেটের এস আই জাহাঙ্গীর আলম। কিন্তু ঘটনার এক বছর অতিবাহিত হলেও এ মামলার নেই কোন অগ্রগতি। এখনো পর্যন্ত এ ঘটনার কোন ক্লু উদঘাটন বা সন্ত্রাসীদের চিহ্নিত করতে পারেনি পিবিআই। তবে এখনো তদন্ত চলছে বলে জানান তদন্তকারী কর্মকর্তা।

এ ব্যপারে এম. রশীদ আহমদ বলেন, মৃত্যুর মুখ থেকে আল্লাহর মেহেরবানী আর সহকর্মীদের দোয়ায় বেঁচে ফিরেছি। এজন্য সকলের প্রতি কৃতজ্ঞতা। মামলার অবস্থা সম্পর্কে তিনি বলেন, এক বছরেও যেহেতু কোন অগ্রগতি নেই ভবিষ্যতে কি হবে সেটি বুঝতে পারছি না। আল্লাহ চাইলে একদিন বিচার হবে।

এদিকে, তার চিকিৎসা সহায়তায় তিন লক্ষ টাকা দিয়েছিলেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। এ জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

     More News Of This Category

ফেসবুকে আমরা

 

 

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৪:৪৪
  • দুপুর ১১:৪৮
  • বিকাল ৩:৫৫
  • সন্ধ্যা ৫:৩৬
  • রাত ৬:৫০
  • ভোর ৫:৫৬