মোঃ হুমায়ুন কবীর ফরীদি,
সিনিয়র প্রতিবেদক:- নাশকতা মোকাবেলায় তৎপর হয়ে উঠেছে জগন্নাথপুর থানা পুলিশ। নাশকতার লক্ষে যে কোন প্রকার বিস্ফোরক জাতীয় দ্রব্য যানবাহনে বহন হতে পারে এমন আশঙ্কায় চলছে গাড়ি চেকিং।
দেশকে অস্থিতিশীল করতে নাশকতার লক্ষে বিভিন্ন যানবাহনে যে কোন ধরনের বিস্ফোরক জাতীয় দ্রব্য যানবাহনে বহন হতে পারে এই আশংকায় ১৪ আগষ্ট বুধবার সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর পয়েন্টে বসানো হয় পুলিশের চেক পোষ্ট। চেকিং করা হয় শত শত যানবাহন । জগন্নাথপুর থানার এসআই অনুজ কুমার দাশ ও এসআই রাজিব রহমান এর নেতৃত্বে একদল পুলিশ এই গাড়ী চেকিং অভিযান পরিচালনা করেন।
এ ব্যাপারে জানতে চাইলে এসআই অনুজ কুমার দাশ বলেন, নাশকতা মোকাবেলায় গাড়ি চেকিং করা হয়েছে। যাতে গাড়িতে করে কোন প্রকার বিস্ফোরক জাতীয় দ্রব্য কেউ বহন করতে না পারে। এই চেকিং অব্যাহত থাকবে।
জামাল/এস/এস
More News Of This Category