দৃক নিউজ২৪ ডেস্ক:- ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় পৌনে ৪টায় ডাবলিনের দ্য ভিলেজ মাঠে খেলা শুরু হওয়ার কথা ছিল। তবে মুষলধারের বৃষ্টিতে বাংলাদেশ সময় সোয়া ৭টার দিকে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। তাতে ২ পয়েন্ট করে ভাগাভাগি করে নিয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড।
ডাবলিনের ম্যাচে মাঠে নামা তো দূরে থাক, টসও হতে দেয়নি বৃষ্টি। নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল আয়ারল্যান্ড। স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামার আগেই শুরু হয় বৃষ্টি। থেমে থেকে হওয়া বৃষ্টিতে শেষ পর্যন্ত টস না হয়েই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে খেলা।
বাংলাদেশ সময় বিকেল সোয়া ৫টায় ক্রিকেট আয়ারল্যান্ড তাদের অফিসিয়াল টুইটারে জানিয়েছিল, তখনও বৃষ্টি হচ্ছে ডাবলিনে। ঘণ্টাখানেক পর আইরিশ সাংবাদিক পিটার বয়েড দেন আরও হতাশাজনক খবর। নিজের টুইটারে বৃষ্টিভেজা মাঠের ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘অবস্থার কোনও উন্নতি নেই। ম্যাচ পরিত্যক্ত হওয়াটা এখন সময়ের অপেক্ষা।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচ জিতে মানসিকভাবে চাঙ্গা রয়েছে মাশরাফি বাহিনী। জয়ে দলের আত্মবিশ্বাস বেড়েছে অনেকখানি। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের কন্ডিশন অনেকটা একই। তাই বিশ্বকাপের আগে পরিবেশের সাথে নিজেদের খাপ-খাইয়ে নেয়ারও মিশন এটি।
ত্রিদেশীয় এই সিরিজে বাংলাদেশের পরের ম্যাচ ১৩ মে, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।
More News Of This Category