,
শিরোনাম
হযরত মাওলানা মরহুম এমদাদুর রহমান (রঃ) এর ঈসালে সাওয়াব উপলক্ষে মীলাদ ও দোআ মাহফিল এবং অসহায় গরীবদের মাঝে কাপড়  বিতরণ ইসলামিক ফাউন্ডেশন এর ২০২৩ শিক্ষা বর্ষের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মধ‌্যে পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনকে কেন্দ্র করে জগন্নাথপুরে মামলা দায়ের বাতিল হতে পারে ১৫ আগস্টের সরকারি ছুটি ইন্টারনেট শাটডাউন: তদন্তে বেরিয়ে এলো যাদের নাম শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন ড. ইউনূস আমার মায়ের পদত্যাগের বিষয়ে দেয়া বিবৃতি পুরোপুরি মিথ্যা: জয় চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলসহ উপদেষ্টা পরিষদের ৮ সিদ্ধান্ত প্রথম দিনেই তিন সিদ্ধান্ত নিলেন আসিফ মাহমুদ

সুনামগঞ্জের ১১ টি উপজেলার মধ্যে ৯টি উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা

নিজস্ব প্রতিবেদক:- সারা দেশের ন্যায় উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে সুনামগঞ্জের ১১টি উপজেলার মধ্যে ৯টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।এই ৯টি উপজেলায় আ.লীগ, বিদ্রোহী ও স্বতন্ত্রের ব্যানারে বিএনপি প্রার্থী সহ মোট ২৮ জন চেয়ারম্যান প্রাথী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তমধ্যে ৫টি উপজেলায় আ.লীগ, ৩টি উপজেলায় আ.লীগ এর বিদ্রোহী ও ১টি উপজেলায় স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী বিজয়ী হয়েছেন।

বিস্বস্ত সুত্রে জানাযায়,হাওর কন্যা খ্যাত ভাটি বাংলার অনন্য জনপদ সুনামগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীঁগ মনোনীত প্রার্থী খায়রুল হুদা চপল ৪০ হাজার ৫শত ৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বিদ্রোহী প্রার্থী মনিষ কান্তি দে মিন্টু ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৪শত ১৭ ভোট।

দিরাই উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রাথী মঞ্জুরুল আলম চৌধুরী মোটরসাইকেল প্রতীক নিয়ে ২০ হাজার ৯শত ২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ প্রার্থী প্রদীপ রায় নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২০ হাজার ৮শত ৬০ ভোট।

শাল্লা উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক এর প্রার্থী মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ২৪ হাজার ৯শত ৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আনারস প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট অবনী মোহন দাস পেয়েছেন ১৯ হাজার ৩শত ৩ ভোট।

বিশ্বম্ভরপুর উপজেলাশ চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সফর উদ্দিন আনারস প্রতীক নিয়ে ২৩ হাজার ২শত ৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আ.লীগ প্রার্থী রফিকুল ইসলাম পেয়েছেন ১৭ হাজার ৬শত ১ ভোট।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে সাবেক উপজেলা চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী ফারুক আহমূ আনারস প্রতীক নিয়ে ৩৫ হাজার ১শত ৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি
আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক এর প্রার্থী মোঃ আবুল কালাম পেয়েছেন ২২ হাজার ২ শত ৭ ভোট।

তাহিরপুর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক এর প্রার্থী করুনা সিন্ধু বাবুল ৫০ হাজার ৪শত ৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী আনিসুল হক মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২৪ হাজার ৩ শত ৩০ ভোট।

ছাতক উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক এর প্রার্থী মোঃ ফজলুর রহমান ৬৬ হাজার ১শত ৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী অলিউর রহমান চৌধুরী বকুল কাপ পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ২৭ হাজার ২শত ৮০ ভোট।

দোয়ারাবাজার উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক এর প্রার্থী ডঃ মোঃ আব্দুর রহিম ৩১ হাজার ৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আ.লীগ বিদ্রোহী দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবু পেয়েছেন ১৯ হাজার ২শত ৯১ ভোট।

ধর্মপাশা উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোজাম্মেল হোসেন রোকন ঘোড়া প্রতীক নিয়ে ৩৭ হাজার ৪শত ৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক এর প্রার্থী শামীম আহমদ মুরাদ পেয়েছেন ২৯ হাজার ৩শত ৭২ ভোট।

এদিকে সুনামগঞ্জের ১১ টি উপজেলার মধ্যে ৯টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হলেও দুই’টি উপজেলা যথাক্রমে জামালগঞ্জ উপজেলায় ভোট গ্রহন স্থগিত করেছে নির্বাচন কমিশন। আর জগন্নাথপুর উপজেলা নির্বাচন উপযোগী নয়।কারণ এই উপজেলায় প্রায় দেড় বছর আগে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

     More News Of This Category

ফেসবুকে আমরা

 

 

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৪:৪৪
  • দুপুর ১১:৪৮
  • বিকাল ৩:৫৫
  • সন্ধ্যা ৫:৩৬
  • রাত ৬:৫০
  • ভোর ৫:৫৬