ড্রক নিউজ ২4 ডেস্ক: জনপ্রিয় সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু আর নেই (ইননালিল্লাহি ইন ইননা ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (18 অক্টোবর) সকাল 10 টায় স্কয়ার হাসপাতালে শেষ না: শ্বাস ছেড়ে তিনি। মৃত্যুকালে তার বয়স 56 বছর।
196২ সালের 16 আগস্ট চট্টগ্রাম শহরে জন্মগ্রহণ করেন এ গিনি শিল্পী। সংগীত জীবন দীর্ঘ চার দশকে অসংখ্য হৃদয় ছুঁয়ে যাওয়া গান তিনি উপহার দিয়েছেন শ্রোতাদের। তার সৃষ্ট অনেক গান মানুষের অন্তরে গেথে আছে।
জনপ্রিয় ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চুর সংগীত জগতে যাত্রায় 1978 সালে ‘ফিলিংস’ ব্যান্ড। শ্রোতা-ভক্তদের কাছে এবি নামে পরিচিত তিনি। ডাক নাম রবিন।
মূলত রক গণনার কণ্ঠের অধিকারী হলেও আধুনিক গান, ক্লাসিক্যাল সংগীত এবং লোকগীতি দিয়ে শ্রোতাদের প্রভাবিত হয়েছে। 1991 সালে জন্মগ্রহণ ‘এলআরবি’ ব্যান্ড দল লিড গিটারিস্ট এবং ভোকাল তিনি। এর আগে তিনি প্রায় দশ বছর Souls ব্যান্ড সঙ্গে লিড গিটারিস্ট যুক্ত ছিল।
তার উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে আছে, ‘চলো বদলে যাই’, ‘রূপালী গিটার’ ‘কষ্ট পেতে ভালবাসি’ ‘ঘুম ভেঙ্গা শহর’, ‘হকার’ ‘আশ্চর্য হৃদয়’ ‘আমিও মানুষ’ ‘কষ্ট কাকে বলে’, ‘সুখ’, ‘মন চাইলে মন পাবে ‘সহ অসংখ্য গান।
More News Of This Category