প্রতিবাদী
হাসান আহমদ
এইবার বুঝি বাংলায়,
এই আটারোয় ফের ১৯৭১ আসে।
আবার ঐ রাস্তায়,
শত নির্দোষের রক্ত ভাসে।।
আমি অদ্ভুত চোখে হেরি,
আজ কলমের পাশে রক্ত ঝরে।
নিষ্কৃতির আর কত দেরি,
অবরুদ্ধ জীবন মোর শঙ্কায় ভরে।।
আমি দেখি অনিমেষ নয়নে,
আবার রাজপথে নামে সালাম, জব্বার।
আজিকে দূর্যোগের দিনে,
ছাত্র-জনতা বিদ্রোহী দূর্বার।।
আমি রিক্ত হস্তে কলম ধরি,
বায়ান্ন মোর প্রেরনার মূলে।
ভাইয়ের রক্তে প্রতিজ্ঞা করি,
সৃজন করি তুমুল সত্য কোপানলে।।
চারিদিকে আজ দুঃখ কেবল,
কান্নায় বুক ভাসে শত লাঞ্চিত আর্তের।
অনাকাঙ্খিত অশ্রু এত প্রবল,
যেন উচ্চতা বাড়ায় সমুদ্রের।।
সোনার বাংলা ধ্বংসের কাজে,
আজি শত্রুরা মেতেছে আয়োজনে।
স্বাধীনতার অস্তমান সাজে,
আজ বুক ভাসাই সরোদনে।।
আমি বলবত্তর হই দেশপ্রেমেতে,
আমি করিনা টাকার অঙ্ক।
আমি যোগ দিই না রাজনীতিতে,
চাইনা হইতে গর্বের কলঙ্ক।।
আমি এক কাব্য প্রেমিক,
কবিতায় আজি সত্যের কথা বলি।
বিপদের মুখে আমি নির্ভীক,
মানবতার অভিযানে আত্মাকে দিই বলি।।
অবধারিত সাফল্যের পথে,
আমি চালাই উৎকট অভিযান।
বুক ভরা এই অসীম প্রতীতিতে,
শত ভয় করি প্রত্যাখান।।
আমি আকাশ পানে তাকাই,
রোষারক্ত নয়নে,
লাখো শহিদের অশ্রু ঝরে,
এই উর্বর জমিনে।।
আমি এক উজ্বল নক্ষত্র,
আমি বাংলার ভবিষ্যত।
লাখো শহিদের স্বপ্ন কত,
দিবনা হতে ধূলিস্যাৎ।।
বাংলার বুকে স্বচ্ছ নিশান,
এই স্বপ্নই আমি হেরি।
আমি নির্ভয়ে গাই সত্যের গান,
আমি এমনই শত আমি-র প্রত্যাশা করি।।
লেখক:শিক্ষার্থী শাহজালাল মহাবিদ্যালয়(বিজ্ঞান শাখা)।
More News Of This Category