মোঃ হুমায়ূন কবীর ফরীদি# জগন্নাথপুরের ” কলকলিয়া গণ পাঠাগার” এর আসবাবপত্র ও ঘরের চাল সহ যাবতীয় ভাঙ্গাচোড়া মেরামতের লক্ষ্যে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মুহাম্মদ মাসুম বিল্লাহ,র নির্দেশে ইউপি সচিব শামছুল আলম বুধবার (২৩ আগষ্ট) বিকালে পাঠাগারের বর্তমান নাম পরিবর্তনের প্রতিবাদী জনতার রাদেশ, শিপু, শাহ আলম, ফয়সল, শহীদ গংদের সাথে নিয়ে কলকলিয়া গন পাঠাগারের তালা খুলে মিস্ত্রিকে কি কি কাজ করতে হবে বুজিয়ে দেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হক, দৃক নিউজ২৪.কম এর নির্বাহী সম্পাদক মোঃ জামাল হুসাইন প্রমূখ।
এক প্রশ্নের জবাবে কলকলিয়া ইউনিয়ন পরিষদের সচিব শামছুল আলম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় ঐ পাঠাগারের মেরামত কাজ করানোর জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন।পাঠাগারের নামকরনের ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন, পাঠাগারের নাম হবে” কলকলিয়া মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘর ও পাঠাগার” অচিরেই পাঠাগারটি উদ্ভোধন হবে।
প্রকাশ, গত রবিবার (২০ আগষ্ট) দুপুরে কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাসিম “কলকলিয়া গনপাঠাগার” এর সাইনবোর্ড এরস্থলে ” বীর মুক্তিযোদ্ধা শহীদ গিয়াস উদ্দীন জাদুঘর ও পাঠাগার” নামক সাইনবোর্ড লাগান এতে অত্র এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে প্রতিবাদ সভা করে এবং নতুন সাইনবোর্ড নামিয়ে ফেলে পাঠাগারের দরজায় নতুন তালা লাগিয়েছিলেন।
More News Of This Category