পৃথিবী
আবু তাহের মুহাম্মদ তাজুল ইসলাম
পৃথিবী তুমি এক বিস্ময় গ্রহ ,
বলিতে পারিবে কবে থেকে জাগ্রত ?
মানুষকে ধারন করে হয়েছ গর্বিত,
গ্রহান্তরে তুমার অন্তর সর্বাগ্রে অর্পিত।
পৃথিবী তোমার বুকে কত পাষান করেছেন খেলা,
আমাদের জানাবে সেই মেলা।
কতকাল কতযোগ কত শতাব্দী,
বলিবে তুমার তুমি কতই ব্যাপ্তী।
কে ছিল প্রান্তে কে মধ্যান্তে কে আসবে সীমান্তে,
সব তুমি একাই জেনে শ্রান্ত।
মধ্যমনি আরব্যের কা’বা,
এশিয়া তারে বরনে করে জজবা।
এই এশিয়া আমার বাসস্থান,
শত মহা পুরুষ এসে মানুষ কে করেছেন সজ্ঞান।
এখান থেকে যদি কর কল্পনা,
তবেই পাবে পৃথিবীর দিক নির্দেশনা ।
তিন ভাগ জল এক ভাগ স্তল ,
সাগরের তল দেশ কতই অতল।
পাঁচ টি মহা সাগর সাতটি মহাদেশ,
এশিয়ার বাংলাদেশ আমার স্বদেশ।
পশ্চিমে আমেরিকা পুর্বে জাপান,
চতুর দিকে আছে সাগর মহিয়ান।
পর্বে এশিয়া উওরে রাশিয়া।
মধ্যে অনেক স্থান রয়েছে ব্যাপিয়া।
More News Of This Category