মোঃ হুমায়ূন কবীর ফরীদি#
অতি বর্ষন আর পাহাড়ি ঢলে জজগন্নাথপুর উপজেলা সদর সহ বিভিন্ন ইউনিয়নের মানুষ পানি বন্দি হয়ে পড়েছেন। ফসলি জমি পানির নীচে তলিয়ে গেছে। এবং নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।
প্রকাশ, গত কয়েক দিনের ভারী বর্ষন আর উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলে নদ- নদীর পানি বৃদ্ধি পেয়ে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা সদর সহ কলকলিয়া, চিলাউড়া- হলদিপুর, পাইলগাঁও, এবং রানীগঞ্জ ইউনিয়নের শত শত মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এবং প্রায় সাড়ে ছয় হেক্টর রুপা আমন ও আউশ ধান ( পাকা ধান) ক্ষেত পানির নীচে তলিয়ে গেছে। বসত ভিটায় মাচা বেধে বসবাস করছেন লোকজন।রাস্তাঘাট ও পানির নীচে তলিয়ে গেছে। কুশিয়ারা, মনু ঢালিয়া নদীর পানি বৃদ্ধি পেয়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পাশাপাশি অত্র এলাকায় খাদ্য সংকট দেখা দিয়েছে।
More News Of This Category