আমি
মু. জামাল হুসাইন
আমি পাথরের মত কঠিন
নয়ত তুলোর মত নরম
আমি রৌর্দ্যজ্জল আলোকবর্তিকা
নয়ত অন্ধকারের অমানিশা।।
আমি স্বপ্নকে পাশে রেখে
দুঃখ্যকে করি সঙ্গি
আমি নিমগ্ন রাত্রীতে
অসয্র যন্তনা তোমাকেই খুজি।।
আমি নিস্তব্ধতাকে ভালবাসি
কলোহলের মাঝে গর্জে উঠি
আমি অন্যায়ের সিংখ্যল ভেঙ্গে
আদর্শ স্বপ্ন কুঠির গড়ি।।
আমি ঝীর্ণ ক্ষীর্ণ অম্লিন
সিংহদ্বারে উচ্ছ শীর
আমি উচ্চ বিলাসী ধমুকেত
আকাশের শুভ্র নীল।।