মোঃ হুমায়ুন কবীর ফরীদি#
অতি বর্ষন আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জের বিভিন্ন নদ নদী ও হাওরের পানি বৃদ্ধি পেয়ে জেলার দুটি উপজেলা বন্যায় প্লাবিত হয়েছে। গত এক সপ্তাহ ধরে ভারি বর্ষণও পাহাড়ী ঢল নেমে এসে সুরমা নদীর পানি বিপদসীমার ৪৭ সে.মি উপর দিয়ে প্রবাহিত হয়ে জেলার তাহিরপুর, বিশ্বম্ভরপুর উপজেলা প্লাবিত হয়ে পড়েছে। শুক্রবার সকাল থেকে ভারি বর্ষণ শুরু হওয়ায় সুনামগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। পানি বন্দি হয়ে পড়েছে অসংখ্য পরিবার। ভারত থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢল ও অবিরত বৃষ্টির প্রভাবে ইতোমধ্যে তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার জনসাধারন গৃহবন্দি পড়েছেন।এবং খাদ্য সংকট দেখা দিয়েছে। সমপ্রতি এপ্রিল মাসে জেলাবাসীবন্যায় ক্ষতিগ্রস্ত হলেও আবারো দীর্ঘস্থায়ী বন্যার আশংকা দেখা দিয়েছে। সুনামগঞ্জের হাসন নগর নিবাসী নূরুল হক জানান, সুরমা নদীর পানি বিপদসীমার ৪৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বিশ্বম্ভরপুর উপজেলার ফকির বাড়ী নিবাসী শামীম কর্তৃক জানা যায়,অতি বর্ষণ আর পাহাড়ি পাহাড়ি ঢলে ও জেলার সীমান্তবর্তী উপজেলার শতাধিক বাড়ি ঘরে পানি উঠে পানিবন্দি হয়ে পড়েছেন জনসাধারন। এছাড়াও বন্যার পানির কারণে বন্ধ রয়েছে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান। ভেঙ্গে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। এদিকে তাহিরপুরে রাস্তাগুলো ডুবে গিয়ে সুনামগঞ্জ শহরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে।
More News Of This Category