দৃক নিউজ২৪ডেস্ক:-
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালিন্দো এয়ারলাইন্সের দুই যাত্রীর পেটের ভেতর রাখা “স্বর্ণের বার” সহ তাদের আটক করেছে কাষ্টমস কতৃপক্ষ। যাত্রীদের পেটের ভেতর স্বর্ণের অস্তিত্ব পাওয়ার পর তাদের টয়লেটে নিয়ে যাওয়া হয়। পরে পায়খানার রাস্তা দিয়ে তারা একে একে ছয়টি “স্বর্ণের বার” বের করে আনেন কাষ্টমস কর্মকর্তা হন। বৃহস্পতিবার ১০ ই আগষ্ট ২০১৭ইং রাতে মালিন্দো এয়ারলাইন্সের একটি ফ্লাইটের উল্লেখিত দুই যাত্রীর কাছ থেকে স্বর্ণের বারগুলো আটক করা হয়। একটি জাতীয় দৈনিক সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তা বৃন্দ বৃহস্পতিবার দিবাগত রাতের ওই ফ্লাইটের যাত্রীদের ওপর নজরদারি রাখেন। এ সময় মালয়েশিয়া থেকে আসা যাত্রী ফজর আলী ও কামাল হোসেনের ব্যাগ স্ক্যান করা হয়। পরে গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাঁদের দেহ তল্লাশি করা হয়। কিন্তু কোনো স্বর্ণ না পাওয়ায় পরবর্তী সময়ে তাঁদের শাহজালাল বিমানবন্দরের আর্চওয়েতে হাঁটানো হয়। এ সময় তাঁদের কাছে মেটাল পদার্থ থাকার সংকেত পাওয়া যায়। পরে তাঁদের দুজনকে বিমানবন্দরের টয়লেটে নিয়ে ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার মূল্য প্রায় ৩০ লাখ টাকা। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
More News Of This Category